কেশরহাট উচ্চ বিদ্যালয় ময়দান, মোহনপুর, রাজশাহী ১০ই নভেম্বর শনিবার : অদ্য বাদ জুম‘আ যেলার মোহনপুর উপযেলাধীন কেশরহাট উচ্চ বিদ্যালয় ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন’ রাজশাহী -পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত আহবান জানান।
তিনি বলেন, নূহ (আঃ) থেকে মুহাম্মাদ (ছাঃ) পর্যন্ত সকল নবী সার্বিক জীবনে তাওহীদে ইবাদত প্রতিষ্ঠার জন্য মানুষের প্রতি আহবান জানিয়েছেন। তাই আমরাও নবী-রাসূলগণের পথ ধরে আমাদের সার্বিক জীবনে তাওহীদে ইবাদত তথা আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু এটি ছিল মুশরিকদের জন্য সবচেয়ে কঠিন বিষয়। কেননা এতে তাদের স্বেচ্ছাচারিতা বিঘ্নিত হয়। আজও সেটি অব্যাহত আছে। আমরা সার্বিক জীবনে তাওহীদে ইবাদত কেন প্রতিষ্ঠা করতে চাই? তার উত্তর হ’ল-ইহকালীন মঙ্গল ও পরকালীন মুক্তির জন্য এটা চাই। কিভাবে চাই? পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ সংশোধনের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে নবীগণের তরীকায় আমরা এটা চাই।
তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, চারটি বাধা অতিক্রম করে আপনাদের ও আমাদেরকে সম্মুখপানে এগিয়ে যেতে হবে। পরিবার, সমাজ, ধর্ম ও রাষ্ট্র। আমাদের প্রতিটি কাজ হবে সমাজ সংস্কারের লক্ষ্যে। আমাদের পরিবার গড়ে তুলতে হবে পবিত্র-কুরআন ও ছহীহ হাদীছের আলোকে। সোনামণি ও যুবকদের গড়ে তুলতে হবে তাওহীদ ও সুন্নাতের পথে। তবেই সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ।
যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক মাওলানা দুররুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার, দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম, রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা দুররুল হুদা, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক রবীউল ইসলাম, ‘আল-‘আওনে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির, ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরাম’-এর কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান প্রমুখ। অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ পেশ করেন যেলা আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক তোফায্যল হোসাইন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর যুববিষয়ক সম্পাদক মুহাম্মাদ রেযাউল করীম। সম্মেলনে রাজশাহী-পশ্চিম ছাড়াও রাজশাহী-সদর, রাজশাহী-পূর্ব প্রভৃতি যেলা সমূহ থেকে বিপুল সংখ্যক কর্মী ও শ্রোতাবৃন্দ উপস্থিত ছিলেন।