উপযেলা সম্মেলন
আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করুন! দেশে শান্তি ফিরে আসবে
-মুহতারাম আমীরে জামা‘আত
বগুড়া ৯ই জানুয়ারী সোমবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বগুড়া সাংগঠনিক যেলার শিবগঞ্জ উপযেলা সংগঠনের উদ্যোগে স্থানীয় আটমূল হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত স্মরণকালের বৃহত্তম ইসলামী সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, দেশে আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। সূদ, ঘুষ, জুয়া, লটারী, অশ্লীলতা, বেহায়াপনা, সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। নীতি-নৈতিকতা যেন আমাদের নিকট থেকে বিদায় নিয়েছে। দুর্নীতির জগদ্দল পাথর সমাজের সকল সেক্টরে জেঁকে বসেছে। তিনি বলেন, এই অধঃপতনের প্রধানতম কারণ হচ্ছে রাষ্ট্রনায়কদের সৃষ্টিকর্তা আল্লাহর বিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করা। আখেরাতের তুলনায় দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া। তিনি সকলকে এলাহী বিধানের কাছে আত্মসমর্পণের আহবান জানান।
বগুড়া সরকারী আযীযুল হক কলেজের শিক্ষক (অবঃ) অধ্যাপক আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আনেদালন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. এ এস এম আযীযুল্লাহ, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুর রহীম। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রায্যাক বিন ইউসুফ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুস সালাম।
তাবলীগী সভা
নাজিরপুর, পিরোজপুর ২৩ ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ মাগরিব ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পিরোজপুর যেলার উদ্যোগে যেলার নাজিরপুর উপযেলাধীন রঘুনাথপুর গ্রামে নব প্রতিষ্ঠিত আহলেহাদীছ জামে মসজিদে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব আব্দুল ওয়াহেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পিরোজপুর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ। অনুষ্ঠানে ডাঃ হুমায়ুন কবীরকে সভাপতি ও মাওলানা আব্দুল ক্বাইয়ূমকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট ‘আন্দোলন’-এর রঘুনাথপুর শাখা কমিটি গঠন করা হয়।
মেহেন্দীগঞ্জ, বরিশাল ৩০ ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার মেহেন্দীগঞ্জ উপযেলাধীন উলানিয়া বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ উলানিয়া শাখার উদ্যোগে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। শাখা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ। অনুষ্ঠানে মাওলানা আবদুল খালেককে সভাপতি ও মাহবূবুল আলমকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট উলানিয়া শাখা কমিটি পুনর্গঠন করা হয়।
বারিবাকা, মেহেরপুর ৭ জানুয়ারী শনিবার : অদ্য সকাল ১০-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মেহেরপুর যেলার উদ্যোগে শহরের বারিবাকা আহলেহাদীছ জামে মসজিদে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ তারীকুয্যামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা মানছূরুর রহমান ও কুষ্টিয়া-পশ্চিম যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ গোলাম যিল-কিবরিয়া প্রমুখ।
সাতক্ষীরা ১২ জানুয়ারী বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সাতক্ষীরা সদর উপযেলার উদ্যোগে শহরের ইটাগাছা আহলেহাদীছ জামে মসজিদে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাহিত্য ও পাঠাগার সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান, সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন প্রমুখ।
বাগধানী, তানোর, রাজশাহী ১৪ জানুয়ারী শনিবার : অদ্য বাদ মাগরিব ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বাগধানী এলাকার উদ্যোগে বাগধানী বাজার আহলেহাদীছ জামে মসজিদে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহিত্য ও পাঠাগার সম্পাদক মুহাম্মাদ হারূণুর রশীদ।
ইসলামী সম্মেলন
জয়পুরহাট ৮ জানুয়ারী রবিবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ জয়পুরহাট যেলার উদ্যোগে শহরের আল-হেরা একাডেমী ময়দানে এক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় ছিদ্দীকিয়া মডেল কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মতীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. এ এস এম আযীযুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রায্যাক বিন ইউসুফ, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মাহফূযুর রহমান, অর্থ সম্পাদক মুহাম্মাদ শফীকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন আল-হেরা একাডেমীর পরিচালক জনাব সুলতান আলম।
কুমিল্লা ১৯ জানুয়ারী বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার দেবীদ্বার থানাধীন খিরাইকান্দি দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানে খিরাইকান্দি শাখা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে এক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তাসলীম সরকার, কুমিল্লা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা মুছলেহুদ্দীন। সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মাওলানা জালালুদ্দীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা যেলা ‘যুবসংঘে’র সভাপতি মাওলানা জামীলুর রহমান, মাওলানা মঈনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন মাওলানা আতীকুর রহমান।
কর্মী প্রশিক্ষণ
‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে গত ২০ জানুয়ারী দেশব্যাপী একদিনের প্রশিক্ষণ কর্মশালা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৯-টায় প্রশিক্ষণ শুরু হয় এবং আছর পর্যন্ত চলে। যেসকল যেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সেগুলি হচ্ছে- কুষ্টিয়া-পূর্ব ও পশ্চিম, কুড়িগ্রাম-উত্তর ও দক্ষিণ, খুলনা, গাইবান্ধা-পূর্ব, গাযীপুর, চাঁপাই নবাবগঞ্জ, জামালপুর-উত্তর ও দক্ষিণ, জয়পুরহাট, ঝিনাইদহ, দিনাজপুর-পূর্ব ও পশ্চিম, নওগাঁ, নাটোর, নীলফামারী, পাবনা, পিরোজপুর, বগুড়া, বাগেরহাট, যশোর, রংপুর, রাজবাড়ী, লালমনিরহাট, সিরাজগঞ্জ ও সিলেট। এসব যেলাতে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. এ এস এম আযীযুল্লাহ, অর্থ সম্পাদক বাহারুল ইসলাম, যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, গবেষণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ আব্দুল লতীফ, কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক আব্দুল হামীদ, অধ্যাপক ফারূক আহমাদ, ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় তাবলীগ সম্পাদক মুহাম্মাদ আনোয়ারুল হক, ‘আন্দোলন’-এর পাবনা যেলা সভাপতি মাওলানা বেলালুদ্দীন, জয়পুরহাট যেলা সভাপতি মুহাম্মাদ মাহফূযুর রহমান, দিনাজপুর-পূর্ব যেলা সভাপতি মুহাম্মাদ আব্দুল ওয়াহ্হাব, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল ওয়ারেছ, লালমনিরহাট যেলা সভাপতি মাওলানা শহীদুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মুন্তাযির রহমান, জামালপুর-উত্তর যেলা সভাপতি অধ্যাপক বযলুর রহমান, সিরাজগঞ্জ যেলা সভাপতি মুহাম্মাদ মুর্তযা, রংপুর যেলা সভাপতি মাষ্টার খায়রুল আযাদ, কুষ্টিয়া-পশ্চিম যেলা সভাপতি মুহাম্মাদ গোলাম যিল-কিবরিয়া, ঢাকা যেলা অর্থ সম্পাদক কাযী হারূণুর রশীদ, সহকারী তাবলীগ সম্পাদক কেরামত আলী, সাতক্ষীরা যেলা সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, ‘যুবসংঘ’ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ মেছবাহুল ইসলাম প্রমুখ।
গাংনী, মেহেরপুর ১০ জানুয়ারী মঙ্গলবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুষ্টিয়া-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে যেলার দৌলতপুর থানাধীন কোদালকাটি আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম জনাব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন মেহেরপুর যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা মানছূরুর রহমান ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আব্দুর রশীদ আখতার প্রমুখ।
বড়গাছি, রাজশাহী ১৬ জানুয়ারী সোমবার : অদ্য বাদ আছর বড়গাছি উত্তরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ বড়গাছি এলাকার উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. এ এস এম আযীযুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি নূরুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘যুবসংঘ’ রাজশাহী-উত্তর সাংগঠনিক যেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুস্তাকীম।
ইসলামিক কমপ্লেক্স রাজশাহীর শুভ উদ্বোধন
রাজশাহী ১৩ জানুয়ারী শুক্রবার : অদ্য সকাল ১০-টায় রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় অবস্থিত ইসলামিক কমপ্লেক্স রাজশাহীর নিজস্ব ক্যাম্পাসে উক্ত কমপ্লেক্স-এর অঙ্গ প্রতিষ্ঠান মহিলা সালাফিইয়াহ মাদরাসা স্থানান্তরের মাধ্যমে কমপ্লেক্স-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহাতারাম আমীরে জামা‘আত ও ইসলামিক কমপ্লেক্স রাজশাহীর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান চিকিৎসক ডাঃ হেলালুদ্দীন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক জনাব বাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ড. এএসএম আযীযুল্লাহ, বিভিন্ন যেলা সভাপতিগণ, ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় ও মহানগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ। মা-বোনদের জন্য পৃথক প্যান্ডেল করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন ইসলামিক কমপ্লেক্স রাজশাহীর কোষাধ্যক্ষ জনাব অধ্যাপক আমীনুল ইসলাম। কমপ্লেক্স-এর সার্বিক অবস্থা তুলে ধরে বক্তব্য পেশ করেন কমপ্লেক্স পরিচালনা কমিটির সেক্রেটারী ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন।
অনুষ্ঠানে মহিলা সালাফিইয়াহ মাদরাসার ক্ষুদে শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। যার মধ্যে ছিল কুরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, কবিতা আবৃত্তি, আরবী ও ইংরেজী সংলাপ ইত্যাদি। অনুষ্ঠানে ২০১১ সালের প্রাথমিক বৃত্তি, পঞ্চম শ্রেণী সমাপনী ও অষ্টম শ্রেণী জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে এবং ২০১১ সালের বার্ষিক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, ২০০৪ সালে মাত্র ১২ জন শিক্ষার্থী ও ৩ জন শিক্ষিকা নিয়ে বর্তমান ক্যাম্পাসের অনতিদূরে মহিলা সালাফিইয়াহ মাদরাসার কার্যক্রম শুরু হয়। অতঃপর ২০০৯ সালে ১টি ফ্ল্যাট ভাড়া নিয়ে আবাসিকভাবে শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করা হয়। পরবর্তীতে আরো ২টি ফ্ল্যাটে মোট ৮০ জন শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা হয়। এভাবে দীর্ঘ আট বছরের ব্যবধানে মহিলা সালাফিইয়াহ মাদরাসা বর্তমানে প্রায় ১০ বিঘা জমির বিশাল ক্যাম্পাসে স্থানান্তরিত হ’ল। ফালিল্লাহিল হাম্দ।
সভাপতির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত বলেন, তাওহীদ, রিসালাত, আখেরাত ভিত্তিক সুশিক্ষাই মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে। কিন্তু বর্তমানের সেক্যুলার শিক্ষাব্যবস্থায় সাক্ষরতার হার বাড়ছে বটে। কিন্তু শিক্ষার মান বৃদ্ধি পাচ্ছে না। অন্যদিকে ইসলামী শিক্ষার নামে রায়-ক্বিয়াস ভিত্তিক মাযহাবী শিক্ষাব্যবস্থা মাদরাসা শিক্ষিতদের পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ ভিত্তিক প্রকৃত ইসলামী শিক্ষা থেকে দূরে নিয়ে যাচ্ছে। এর বিপরীতে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ ভিত্তিক ইসলামী শিক্ষা অর্জন ও তা সমাজে বাস্তবায়নের লক্ষ্যে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় শিক্ষা বিভাগের অধীনে রাজশাহী সহ দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আজকের মহিলা সালাফিইয়াহ মাদরাসা যার মধ্যে অন্যতম শুধু নয়, বরং এদেশে সর্বপ্রথম। মুহতারাম আমীরে জামা‘আত যে সমস্ত শিক্ষিকার অক্লান্ত পরিশ্রম ও অদম্য সাহসের ফলশ্রুতিতে ২০০৪ সালে এই মাদরাসার কার্যক্রম শুরু হয়েছিল এবং অদ্যাবধি সুনামের সাথে মাদরাসা এগিয়ে চলেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি কুয়েতী এনজিওর দাতা ভাইদের, যারা এই ক্যাম্পাসের জমি খরিদ করে দিয়েছেন ও প্রাচীর নির্মাণ করে দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং মৃত দাতাদের রূহের মাগফিরাত কামনা করেন। এছাড়াও অন্যান্য যারা শুরু থেকে এবং বর্তমানে এই মহতী কাজে আর্থিক, নৈতিক ও নানাভাবে সহযোগিতা করেছেন ও করে চলেছেন, তাদের সকলের জন্য আল্লাহর নিকটে বিশেষভাবে দো‘আ করেন। তিনি কমপ্লেক্সের উন্নতি ও অগ্রগতির স্বার্থে সকলকে উদারহস্তে এগিয়ে আসার আহবান জানান।
প্রধান অতিথির ভাষণে মাননীয় মেয়র জনাব এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে এত বড় ক্যাম্পাস নিয়ে ইসলামিক কমপ্লেক্স প্রতিষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং উক্ত প্রতিষ্ঠানের প্রতি সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। কমপ্লেক্স সেক্রেটারীর দাবীর প্রেক্ষিতে ঐদিন থেকেই তিনি রাত্রীকালীন টহল পুলিশকে কমপ্লেক্স ক্যাম্পাস পর্যন্ত নিয়মিত টহলের নির্দেশ দেন।
উল্লেখ্য যে, আপাততঃ ১২টি টিনশেড সেমি পাকা শ্রেণীকক্ষ ও ১০টি আবাসিক কক্ষ নিয়ে ২০১২ সাল থেকে ক্যাম্পাসে আবাসিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হ’ল। এখানে বালিকা ইয়াতীম খানাও রয়েছে। ভবিষ্যতে প্রস্তাবিত দারুলহাদীছ বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার মাস্টার প্ল্যান বাস্তবায়নে আল্লাহর রহমত প্রার্থনা করা হয়।
আহলেহাদীছ মহিলা সংস্থা
নাজিরপুর, পিরোজপুর ২৪ ডিসেম্বর শনিবার : অদ্য সকাল ১০-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পিরোজপুর যেলার উদ্যোগে যেলার নাজিরপুর উপযেলাধীন রঘুনাথপুর গ্রামে ডাঃ হুমায়ুন কবীরের বাড়ীতে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। ডাঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পিরোজপুর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ।
মেহেন্দীগঞ্জ, বরিশাল ৩০ ডিসেম্বর শুক্রবার : অদ্য সকাল ১০-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বরিশাল যেলার উদ্যোগে যেলার মেহেন্দীগঞ্জ উপযেলাধীন সুলতানী গ্রামে মাষ্টার মাহবূবুল আলমের বাড়ীতে এবং বাদ আছর ‘আশা’ গ্রামের মাওলানা আব্দুল খালেকের বাড়ীতে পৃথক দু’টি মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পিরোজপুর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ।
মৃত্যু সংবাদ
‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুমিল্লা যেলার প্রধান উপদেষ্টা হাফেয আব্দুল মতীন সালাফীর শ্বশুর ও নরসিংদী যেলা ‘আন্দোলন’-এর দফতর সম্পাদক হাফেয ওয়াহীদুয্যামানের পিতা জনাব আব্দুল ওয়াদূদ মাষ্টার (৯০) গত ১৯ জানুয়ারী দিবাগত রাত সাড়ে তিনটায় তার নিজ বাড়ী কোরপাইতে ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ পুত্র ও ৩ কন্যা, নাতি-নাতনী সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। পরদিন বাদ আছর তার দ্বিতীয় পুত্র হাফেয ওয়াহীদুযযামানের ইমামতিতে তাঁর জানাযার ছালাত অনুষ্ঠিত হয় এবং পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ডঃ মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র নেতৃবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক মুছল্লী শরীক হন।
[আমরা তাঁর রূহের মাগফেরাত কামনা করছি এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।-সম্পাদক]