নাচুনিয়া, তেরখাদা, খুলনা ৫ই ফেব্রুয়ারী রবিবার : অদ্য বাদ আছর যেলার তেরখাদা উপযেলাধীন নাচুনিয়া পশ্চিমপাড়া ঈদগাহ ময়দানে এক সোনামণি প্রশিক্ষণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাচুনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু হুরায়ার সভাপতিত্বেব অনুষ্ঠিত উক্ত সম্মেলনে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র প্রথম কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আযীযুর রহমান। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি মুহাম্মাদ তাওহীদ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন শাখা ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ ইমরান।