প্রশিক্ষণ

পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের প্রচার-প্রসারে অবদান রাখার জন্য ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর উদ্যোগে দেশব্যাপী সাংগঠনিক যেলা সমূহের সকল দায়িত্বশীল, উপদেষ্টা, কেন্দ্রীয় পরিষদ সদস্য, সাধারণ পরিষদ সদস্য ও অগ্রসর প্রাথমিক সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচী গত ১৮ই জানুয়ারী থেকে শুরু হয়েছে। যার সংক্ষিপ্ত রিপোর্ট নিম্নরূপ : 

১৮শে জানুয়ারী বৃহস্পতিবার নওদাপাড়া, রাজশাহী : অদ্য বাদ আছর নগরীর নওদাপাড়াস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর পূর্ব পার্শ্বস্থ একাডেমিক ভবনের ২য় তলায় রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা দুররুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম এবং শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্ল­াহ ছাকিব।

১৯শে জানুয়ারী শুক্রবার ভোলা : অদ্য বাদ জুম‘আ যেলার সদর থানাধীন উত্তর বাপ্তা আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

২০শে জানুয়ারী শনিবার শিমুলবাড়ী, সাঘাটা, গাইবান্ধা-পূর্ব : অদ্য সকাল ১০-টায় যেলার সাঘাটা উপযেলাধীন শিমুলবাড়ী মা‘হাদ ওমর ইবনুল খাত্বাব (রাঃ) সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর যুববিষয়ক সম্পাদক মুহাম্মাদ মশীউর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামূন।

২০শে জানুয়ারী শনিবার গোবিন্দগঞ্জ, গাইবান্ধা-পশ্চিম : অদ্য বাদ আছর যেলার গোবিন্দগঞ্জ উপযেলাধীন গোবিন্দগঞ্জ টিএন্ডটি সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদের পাশে অবস্থিত যেলা কার্যালয়ে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. মুহাম্মাদ আওনুল মা‘বূদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম।

২০শে জানুয়ারী শনিবার বরিশাল-পশ্চিম : অদ্য দুপুর ১২-টায় যেলার সদর থানাধীন কাশিপুর দারুল উলূম সালাফিইয়াহ মাদ্রাসায় বরিশাল-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ইবরাহীম কাওছার সালাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

২৬শে জানুয়ারী শুক্রবার কুষ্টিয়া-পূর্ব : অদ্য বাদ জুম‘আ যেলার সদর থানাধীন রিযিয়া সা‘দ ইসলামিক সেন্টারে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. মুহাম্মাদ মুর্তাযা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাহারুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন ও কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক শেখ মুহাম্মাদ রফীকুল ইসলাম।

২৬শে জানুয়ারী শুক্রবার জয়পুরহাট : অদ্য সকাল ৯-টায় যেলার সদর থানাধীন আরামনগর আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদ্রাসা সংলগ্ন মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. আমীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুন নূর। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আব্দুল মুন‘ইম।

২৬শে জানুয়ারী শুক্রবার বরগুনা : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন ক্রোক ডি. কে পি রোড আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

২৬শে জানুয়ারী শুক্রবার মহিষখোঁচা, আদিতমারী, লালমণিরহাট : অদ্য সকাল ১০-টায় যেলার আদিতমারী উপযেলাধীন মহিষখোঁচা আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা মাওলানা মুনতাযির রহমান, উপদেষ্টা মাওলানা সিরাজুল ইসলাম ও আযহার আলী এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ আশরাফুল ইসলাম।

২৭শে জানুয়ারী শনিবার সেলীমনগর, লালমণিরহাট : অদ্য সকাল ১১-টায় লালমণিরহাট যেলার সদর থানাধীন সেলীমনগর আহলেহাদীছ জামে মসজিদে কুড়িগ্রাম-উত্তর ও দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন কুড়িগ্রাম-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক জনাব মাহমূদ।

২৭শে জানুয়ারী শনিবার ঝিনাইদহ : অদ্য সকাল ১০-টায় যেলার সদর থানাধীন ডাক বাংলা আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাস্টার আব্দুল আযীযের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক শেখ মুহাম্মাদ রফীকুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুন নূর।

২৭শে জানুয়ারী শনিবার বংশাল, ঢাকা-দক্ষিণ : অদ্য বাদ আছর যেলার বংশালস্থ যেলা ‘আন্দোলন’-এর কার্যালয়ে ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আযীমুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম।

২৭শে জানুয়ারী শনিবার পটুয়াখালি : অদ্য দুপুর ১২-টায় যেলার সদর থানাধীন নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন মাদ্রাসা কমপ্লেক্সে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মাদ মনীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

সুধী সমাবেশ

২৫শে জানুয়ারী বৃহস্পতিবার পাথরঘাটা, বরগুনা : অদ্য বাদ মাগরিব যেলার পাথরঘাটা থানাধীন আমড়াতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ যাকির মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

মাসিক ইজতেমা

২২শে জানুয়ারী সোমবার গোপালপুর, মোহনপুর, রাজশাহী : অদ্য বাদ মাগরিব যেলার মোহনপুর উপযেলাধীন গোপালপুর-পূর্বপাড়া আহলেহাদীছ জামে মসজিদে উপযেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন এবং ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর অর্থ সম্পাদক আব্দুল লতীফ।

শীতবস্ত্র বিতরণ

‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর সমাজকল্যাণ কার্যক্রমের অংশ হিসাবে দেশের বিভিন্ন যেলায় শীতার্ত গরীব-অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সম্পর্কিত রিপোর্ট নিম্নরূপ :

১০ই জানুয়ারী বুধবার দিনাজপুর-পশ্চিম : অদ্য সকাল ১০-টায় দিনাজপুর-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে যেলার সদর থানাধীন লালবাগ ও শিকদারহাটে এবং বিরল, কাহারোল, বোচাগঞ্জ, খানসামা, চিরিরবন্দর ও বীরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় ৯০টি কম্বল বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মফীযুল ইসলাম, সহ-সভাপতি তোফাযযল হোসাইন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আলাউদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক ওছমান গণী ও দফতর সম্পাদক রবীউল ইসলাম প্রমুখ।

১৮ই জানুয়ারী মঙ্গলবার নওদাপাড়া, রাজশাহী : ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় উদ্যোগে গত ১৯শে জানুয়ারী শুক্রবার থেকে ২১শে জানুয়ারী রবিবার রাত ৯-টা থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর বায়া, নওদাপাড়া, মহলদারপাড়া, ভাঁড়ালীপাড়া, ভদ্রা, রেলস্টেশন, রেলগেট, সাহেব বাজার জিরো পয়েন্ট, কোর্ট স্টেশন, হড়গ্রাম শেখপাড়া, মেডিকেল চত্বরসহ বিভিন্ন বস্তি এলাকায় শীতবস্ত্র হিসাবে ২০৫টি কম্বল বিতরণ করা হয়। উক্ত কাজে সার্বিক সহযোগিতা করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক ফায়ছাল মাহমূদ, ‘মারকায’ এলাকার সহ-সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক হাফীযুর রহমান প্রমুখ।

১৯শে জানুয়ারী শুক্রবার রাজশাহী-পূর্ব : অদ্য বিকাল সাড়ে ৪-টায় রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে যেলার বাগমারা উপযেলাধীন হাট গাঙ্গোপাড়া, বাঘা উপযেলাধীন হাট হাবাসপুর, মণিগ্রাম, চারঘাট উপযেলাধীন সারদা, ইউসুফপুর, পুঠিয়া উপযেলাধীন বানেশ্বর ও ভালুকগাছী ও দূর্গাপুর উপযেলার হোজা অনন্তকান্দি এলাকায় ১১৩টি কম্বল বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা এস. এম সিরাজুল ইসলাম মাস্টার, উপদেষ্টা মাওলানা যিল্লুর রহমান, মুহাম্মাদ নাছিরুদ্দীন, সভাপতি মুহাম্মাদ আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক যিল্লুর রহমান ও যুববিষয়ক সম্পাদক আব্দুর রহীম প্রমুখ।

২১শে জানুয়ারী রবিবার কুষ্টিয়া-পূর্ব : অদ্য বিকাল সাড়ে ৩-টায় কুষ্টিয়া-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে কেন্দ্রীয় সমাজকল্যাণ কার্যক্রমের অংশ হিসাবে যেলা শহরের রিযিয়া সা‘দ ইসলামিক সেন্টারের শীতার্ত গরীব-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে ৩০টি কম্বল বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুহাম্মাদ বাহারুল ইসলাম, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. আলী মুর্তাযা চৌধুরী, ‘আন্দোলন’-এর কর্মী মুহাম্মাদ জিহাদ ও মুহাম্মাদ রাজীব প্রমুখ।

২৭শে জানুয়ারী শনিবার চাঁপাই নবাবগঞ্জ-দক্ষিণ : অদ্য বিকাল ৪-টায় চাঁপাই নবাবগঞ্জ-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর উদ্যোগে যেলার সদর থানাধীন নামোশংকরবাটি, আরামবাগ, রেহাইচর ও টিকরামপুরে ৫০টি কম্বল বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আরীফুল ইসলাম, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ ছালেহ সুলতান, সাধারণ সম্পাদক মুহাম্মাদ এমদাদুল হক, অর্থ সম্পাদক ওমর ফারূক রুবেল, প্রচার সম্পাদক খায়রুল ইসলাম, সদর উপযেলার সাবেক সভাপতি সাইফুল ইসলাম ও ‘আল-‘আওন’-এর সভাপতি মেছবাহুল হক প্রমুখ।

৫ই ফেব্রুয়ারী সোমবার কুড়িগ্রাম-দক্ষিণ : অদ্য বিকাল ৪-টায় কুড়িগ্রাম-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে যেলার রাজারহাট থানাধীন গতিআসাম ও হরিশ্বর তালুক এলাকায় শীতবস্ত্র হিসাবে ৫০টি কম্বল বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহফূযুল হক ও যুববিষয়ক সম্পাদক মুহাম্মাদ আমীনুল ইসলাম প্রমুখ।

মহিলা সমাবেশ

১৯শে জানুয়ারী শুক্রবার জান্নাতপুর, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা : অদ্য বাদ মাগরিব যেলার গোবিন্দগঞ্জ উপযেলাধীন জান্নাতপুরে যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামূনের বাড়ীতে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামূনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম।

সোনামণি

১লা ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিশ্বনাথপুর, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ : অদ্য বেলা ১০-টায় যেলার শিবগঞ্জ থানাধীন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদ্রাসায় কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক শহীদুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক রবীউল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা মুহাম্মাদ ইসমাঈল হোসাইন। অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় মেহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

১লা ফেব্রুয়ারী বৃহস্পতিবার মোহনপুর বাজার, রাজশাহী : অদ্য বেলা ১১-টায় যেলার মোহনপুর থানাধীন দারুলহাদীছ সালাফী মাদ্রাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি আফযুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু রায়হান ও মাহফূয আলী।

২রা ফেব্রুয়ারী শুক্রবার নন্দনালপুর, কুমারখালী, কুষ্টিয়া : অদ্য বাদ আছর যেলার কুমারখালী উপযেলাধীন সোনামণি আইডিয়াল মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ ময়দানে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘সোনামণি’র পরিচালক রেযাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ মুঈনুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মাহিম হোসাইন ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মাদ আবু হামযাহ।






কর্মী ও কাউন্সিল সদস্য সম্মেলন :
সংগঠন সংবাদ (মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল)
সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪
দাওয়াহ সেন্টার ও পাঠাগার উদ্বোধন
যেলা সম্মেলন, টাঙ্গাইল (জান্নাতে ফিরে যাওয়ার জন্য জান্নাতী হেদায়াত মেনে চলুন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
২৮তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন
ইসলামী সম্মেলন (আসুন! সার্বিক জীবনে আল্লাহর দাসত্ব করি!) - -আমীরে জামা‘আত
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
সংগঠন সংবাদ
মজলিসে আমেলার ভার্চুয়াল বৈঠক - .
আল-‘আওন (যেলা কমিটি সমূহ গঠন ও পুনর্গঠন)
সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে অনুষ্ঠিত সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন সমূহ (গত সংখ্যার পর)
আরও
আরও
.