পবিত্র মাহে রামাযান উপলক্ষে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ -এর উদ্যোগে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল সমূহ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল সমূহে ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মনোনীত দায়িত্বশীলগণ সফর করেন। মোট ৩৩ জন সফরকারীর মাধ্যমে ৫০টি যেলাতে কেন্দ্রীয় সফর ও প্রশিক্ষণ বাস্তবায়িত হয়। এছাড়া ৪৩টি সাংগঠনিক যেলায় স্ব স্ব উদ্যোগে মোট ৪৪২টি প্রোগ্রাম বাস্তবায়িত হয়। কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ইফতার মাহফিল সমূহের সংক্ষিপ্ত বিবরণ নিম্নরূপ।-

১. পাঁজরভাঙ্গা, নওগাঁ-পূর্ব ৩১শে মে ৪ঠা রামাযান বুধবার : অদ্য সকাল ৯-টায় পাঁজরভাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নওগাঁ-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ। সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক মাষ্টার ফারূক ছিদ্দীকী।

২. সাপাহার, নওগাঁ-পশ্চিম ১লা জুন ৫ই রামাযান বৃহস্পতিবার : অদ্য বাদ আছর সাপাহার বায়তুন নূর আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নওগাঁ-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গোপালপুর ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হক সালাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, গবেষণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ। সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা আব্দুল হামীদ।

৩. কুষ্টিয়া-পূর্ব ২রা জুন ৬ই রামাযান শুক্রবার : অদ্য বাদ জুম‘আ শহরের ১০০ ঝিনাইদহ রোডস্থ রিযিয়া সা‘দ ইসলামিক সেন্টারের ৩য় তলায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুষ্টিয়া-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে সকাল ১০টা থেকে কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাষ্টার হাশিমুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাহারুল ইসলাম, কেন্দ্রীয় শূরা সদস্য তরীকুয্্যামান, সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ ও ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন। সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক ডাঃ আমীনুদ্দীন। প্রশিক্ষণে দু’শোর অধিক কর্মী উপস্থিত ছিলেন।

৪. কালাই, জয়পুরহাট, ২রা জুন ৬ই রামাযান শুক্রবার : অদ্য বাদ জুম‘আ কালাই জুম্মাপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ জয়পুরহাট যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মাহফূযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, গবেষণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী, প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম আযাদ ও ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক হাবীবুর রহমান। সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘে’র সভাপতি নাজমুল হক।

৫. ধর্মদহ, দৌলতপুর, কুষ্টিয়া ৪ঠা জুন ৮ই রামাযান বৃহস্পতিবার : অদ্য সকাল ১০-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’    কুষ্টিয়া-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে ধর্মদহ মধ্যপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ গোলাম যিল-কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য ও মেহেরপুর যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ তরীকুয্যামান, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ ও ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাষ্টার আমীরুল ইসলাম।

৬. বামুন্দী, মেহেরপুর ৬ই জুন ১০ই রামাযান মঙ্গলবার : অদ্য সকাল ১০-টায় বামুন্দী বাজার আহলেহাদীছ জামে মসজিদে মেহেরপুর যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মানছূরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার, প্রচার সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ, সমাজ কল্যাণ সম্পদাক সা‘দ আহমাদ, ছাত্রবিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী রাজশাহীর ভাইস প্রিন্সিপাল নূরুল ইসলাম। সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তরীকুয্যামান।

৭. সন্তোষপুর, রাজশাহী ৬ই জুন ১০ই রামাযান মঙ্গলবার : অদ্য বাদ আছর যেলার শাহ মখদুম থানাধীন সন্তোষপুর-পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ কমিটির সাবেক সভাপতি আলহাজ্জ মকবূল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও সহ-পরিচালক হাফেয হাবীবুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন রাজশাহী সদর যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আশরাফুল ইসলাম।

৮. নওদাপাড়া, রাজশাহী ৭ই জুন ১১ই রামাযান বুধবার : অদ্য বাদ আছর প্রস্তাবিত দারুল হাদীছ (প্রাঃ) বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী কলেজ ও রাজশাহী সদর সাংগঠনিক যেলা এবং স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা ‘আল-‘আওন’ -এর যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী সদর যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, আল-‘আওন এর সভাপতি ডা. আব্দুল মতীন ও ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘যুবসংঘ’ রাজশাহী কলেজ শাখার সাধারণ সম্পাদক তরীকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন রাজশাহী সদর সাংগঠনিক যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক মুহাম্মাদ আজমাল হোসাইন।

৯. বাঁকাল, সাতক্ষীরা ৮ই জুন ১২ই রামাযান বৃহস্পতিবার : অদ্য সকাল ১০-টায় বাঁকাল দারুল হাদীছ আহমাদিয়াহ সালাফিইয়াহ মাদরাসা মসজিদে সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য আলহাজ্জ আব্দুর রহমান ও অধ্যাপক শেখ রফীকুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহীদুল ইসলাম, কাকডাঙ্গা এলাকা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মাওলানা শামসুল আলম প্রমুখ। প্রশিক্ষণে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক শহীদুযযামান ফারূক।

১০. বিরামপুর, দিনাজপুর ৮ই জুন ১২ই রামাযান বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর যেলার বিরামপুর থানাধীন চাঁদপুর ফাযিল মাদরাসা মিলনায়তনে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও  বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল ওয়াহহাব শাহ -এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ মুখতারুল ইসলাম ও ‘সোনামণি’-এর কেন্দ্রীয় সহ-পরিচালক হাফেয হাবীবুর রহমান।

১১. মৈশালা, রাজবাড়ী ৮ই জুন ১২ই রামাযান বৃহস্পতিবার : অদ্য সকাল ১০-টায় মৈশালা আহলেহাদীছ জামে মসজিদে রাজবাড়ী যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মকবূল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাহারুল ইসলাম ও ‘যুবসংঘে’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ। সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক ইউসুফ আলী।

১২. শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ-দক্ষিণ ৮ই জুন ১২ই রামাযান বৃহস্পতিবার : অদ্য সকাল ১০-টায় যেলার শিবগঞ্জ থানাধীন কানসাট আববাস বাজার আহলেহাদীছ জামে মসজিদে চাঁপাইনবাবগঞ্জ-দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ইসমাঈল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, গবেষণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ ও ‘যুবসংঘে’র কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী। সঞ্চালক যেলা ‘যুবসংঘে’র সভাপতি ইয়াসীন আলী।

১৩. রহনপুর, চাঁপাই-উত্তর ৯ই জুন ১৩ই রামাযান শুক্রবার : অদ্য বাদ জুম‘আ ডাক বাংলাপাড়া আহলেহাদীছ জামে মসজিদে চাঁপাইনবাবগঞ্জ-উত্তর যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাবেক সভাপতি মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, গবেষণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ ও ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুস্তাক্বীম আহমাদ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘে’র সভাপতি আনোয়ার হোসাইন।

১৪. বিরল, দিনাজপুর ৯ই জুন ১৩ই রামাযান শুক্রবার : অদ্য বাদ যোহর যেলার বিরল বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব তোফায্যল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ মুখতারুল ইসলাম ও ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক হাফেয হাবীবুর রহমান।

১৫. কুমিল্লা ৯ই জুন ১৩ই রামাযান শুক্রবার : অদ্য বেলা ১১-টায় যেলা শহরের শাসনগাছাস্থ আল-মারকাযুল ইসলামী কমপ্লেক্স জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুমিল্লা যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম আযাদ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক আহমাদুল্লাহ।

১৬. উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম ৯ই জুন ১৩ই রামাযান শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার উত্তর পতেঙ্গাস্থ বায়তুর রহমান আহলেহাদীছ জামে মসজিদ কমপ্লেক্সে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ চট্টগ্রাম যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ মুহাম্মাদ শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ ও শূরা সদস্য অধ্যাপক আব্দুল হামীদ ও ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম।

১৭. খোকশাবাড়ী, সিরাজগঞ্জ সদর ৯ই জুন ১৩ই রামাযান শুক্রবার : অদ্য বাদ জুম‘আ খোকশাবাড়ী আহলেহাদীছ জামে মসজিদে সিরাজগঞ্জ যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুর্তাযার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য জনাব আব্দুর রহীম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ ও ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘে’র সভাপতি শামীম আহমাদ।

১৮. নবীগঞ্জ, হবিগঞ্জ ৯ই জুন ১৩ই রামাযান শুক্রবার : অদ্য বাদ আছর হবিগঞ্জ যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে নবীগঞ্জ থানা সদরের পার্শ্ববর্তী গেন্দা আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মামূনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর।

১৯. মেকিয়ারকান্দা, ধোবাউড়া, ময়মনসিংহ ১০ই জুন ১৪ই রামাযান শনিবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ময়মনসিংহ-উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে মেকিয়ারকান্দা বাজার আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক আব্দুল আযীযের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর-দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক ক্বামারুযযামান বিন আব্দুল বারী, ‘যুবসংঘ’-এর ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর ও মাওলানা মোখলেছুর রহমান (নওগাঁ)।

২০. কক্সবাজার ১০ই জুন ১৪ই রামাযান শনিবার : অদ্য বাদ আছর যেলা শহরের পাহাড়তলী আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কক্সবাজার যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি এডভোকেট শফীউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম।

২১. সখিপুর, টাঙ্গাইল ১০ই জুন ১৪ই রামাযান শনিবার : অদ্য বাদ যোহর স্থানীয় জসীমবাজার আহলেহাদীছ জামে মসজিদে টাঙ্গাইল যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাষ্টার আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’   -এর কেন্দ্রীয় শূরা সদস্য আব্দুর রহীম ও সিরাজগঞ্জ যেলা ‘যুবসংঘে’র সভাপতি শামীম আহমাদ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘে’র সভাপতি মাসঊদুর রহমান।

২২. মণিপুর, গাযীপুর ১০ই জুন ১৪ই রামাযান শনিবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন মণিপুর বাজার কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে গাযীপুর যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিন হাবীব ও কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

২৩. সাঘাটা, গাইবান্ধা ১১ই জুন ১৫ই রামাযান রবিবার : অদ্য বাদ যোহর সাঘাটা ডিগ্রী কলেজ মাঠ আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ গাইবান্ধা-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ফযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা দুররুল হুদা ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মিনারুল ইসলাম।

২৪. মণিরামপুর, যশোর ১১ই জুন ১৫ই রামাযান রবিবার : অদ্য বাদ যোহর যেলার মণিরামপুর থানাধীন চন্ডিপুর আহলেহাদীছ জামে মসজিদে যশোর যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. আ. ন. ম. বযলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম।

২৫. অলহরী, ত্রিশাল, ময়মনসিংহ ১১ই জুন ১৫ই রামাযান  রবিবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ময়মনসিংহ-দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে যেলার ত্রিশাল থানাধীন অলহরী খারহর আহলেহাদীছ জামে মসজিদে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. আব্দুল কাদের -এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে  কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা মোখলেছুর রহমান (নওগাঁ) ও ‘যুবসংঘে’র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সেক্রেটারী হাফেয সফীরুদ্দীন।

২৬. মোহাম্মদপুর, ইসলামপুর, জামালপুর ১২ই জুন ১৬ই রামাযান সোমবার : অদ্য বাদ আছর জামালপুর-উত্তর যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে ইসলামপুর থানাধীন মুহাম্মাদপুর (পূবের চর) আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাসঊদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর-দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক ক্বামারুয্যামান বিন আব্দুল বারী, ‘যুবসংঘে’র ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর ও মাওলানা মুখলেছুর রহমান (নওগাঁ)। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘে’র সভাপতি এস.এম. এরশাদ আলম।

২৭ গোবিন্দগঞ্জ, গাইবান্ধা ১২ই জুন ১৬ই রামাযান সোমবার : অদ্য বাদ যোহর গোবিন্দগঞ্জ টিএন্ডটি সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদে গাইবান্ধা-পশ্চিম যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ আওনুল মা‘বূদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা দুররুল হুদা ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মিনারুল ইসলাম।

২৮. রংপুর, ১২ই জুন ১৬ই রামাযান সোমবার : অদ্য বেলা ১১-টায় যেলা শহরের খামারবাড়ী আহলেহাদীছ জামে মসজিদে রংপুর যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যক্ষ হেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম ও ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম।

২৯. কাঁকনহাট, গোদাগাড়ী, রাজশাহী ১২ই জুন সোমবার : অদ্য বাদ আছর কাঁকনহাট খড়িপট্টি আহলেহাদীছ জামে মসজিদে গোদাগাড়ী উপযেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী-পশ্চিম যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ তোফায্যল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায়  কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর দাঈ ও ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও কেন্দ্রীয় সহ-পরিচালক হাফেয হাবীবুর রহমান।

৩০. সোহাগদল, স্বরূপকাঠি, পিরোজপুর, ১২ই জুন ১৬ই রামাযান সোমবার : অদ্য বাদ আছর সোহাগদল আহলেহাদীছ জামে মসজিদে পিরোজপুর যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর ভারপ্রাপ্ত সভাপতি রেযাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’ -এর সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ তালুকদার।

৩১. নওদাপাড়া, রাজশাহী ১৩ই জুন ১৭ই রামাযান মঙ্গলবার : অদ্য বাদ আছর রাজশাহী সদর ও  রাজশাহী-পশ্চিম যেলা ‘আন্দোলন’ -এর যৌথ উদ্যোগে প্রস্তাবিত দারুল হাদীছ ইসলামী বিশ্ববিদ্যালয় জামে মসজিদে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী সদর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ নাযিমুদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম, সদর যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ শামসুল হুদা প্রমুখ। উল্লেখ্য, সকাল ১০টা থেকে আছর পর্যন্ত একই স্থানে কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

৩২. মহিষখোচা, আদিতমারী, লালমণিরহাট ১৩ই জুন ১৭ই রামাযান মঙ্গলবার : অদ্য বাদ যোহর যেলার আদিতমারী থানাধীন মহিষখোচা বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ লালমণিরহাট যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মিনারুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক আযহারুল ইসলাম।

৩৩. কৈমারী বাজার, নীলফামারী ১৩ই জুন ১৭ই রামাযান মঙ্গলবার : অদ্য বাদ যোহর যেলার জলঢাকা থানাধীন কৈমারী বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর নীলফামারী-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা দুররুল হুদা ও ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ রবীউল ইসলাম।

৩৪. মোনারপাড়া, সরিষাবাড়ী, জামালপুর ১৩ই জুন ১৭ই রামাযান মঙ্গলবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ জামালপুর-দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে স্থানীয় মোনারপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক বযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর ও মাওলানা মোখলেছুর রহমান (নওগাঁ)।

৩৫. উলানিয়া, বরিশাল-পূর্ব ১৩ই জুন ১৭ই রামাযান মঙ্গলবার : অদ্য বাদ যোহর উলানিয়া আহলেহাদীছ জামে মসজিদে   বরিশাল-পূর্ব যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ শহীদুল্লাহ।

৩৬. নওহাটা, রাজশাহী ১৪ই জুন ১৮ই রামাযান বুধবার : অদ্য বাদ আছর নওহাটা বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পবা উপযেলার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ সালাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদ ঢাকার খতীব মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল, রাজশাহী সদর যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ শামসুল হুদা।

৩৭. উজিরপুর, বরিশাল-পশ্চিম ১৪ই জুন ১৮ই রামাযান বুধবার : অদ্য বাদ আছর স্থানীয় যুগিহাটি আহলেহাদীছ জামে মসজিদে  ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বরিশাল-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন ।

৩৮. নীলফামারী ১৪ই জুন ১৮ই রামাযান বুধবার : অদ্য বাদ যোহর যেলা সদরে অবস্থিত আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নীলফামারী-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ মুস্তাফীযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক দুররুল হুদা ও ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ রবীউল ইসলাম।

৩৯. নাগেশ্বরী, কুড়িগ্রাম ১৪ই জুন ১৮ই রামাযান বুধবার : অদ্য বাদ যোহর যেলার নাগেশ্বরী থানাধীন বোর্ডেরহাট আহলেহাদীছ জামে মসজিদে কুড়িগ্রাম-উত্তর যেলা ‘আন্দোলন’ উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ হামীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মিনারুল ইসলাম।

৪০. ডাকবাংলা, ঝিনাইদহ ১৪ই জুন ১৮ই রামাযান বুধবার : অদ্য বাদ যোহর যেলার সদর থানাধীন ডাকবাংলা বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর ঝিনাইদহ যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাষ্টার ইয়াকূব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’   -এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুখতারুল ইসলাম ও ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক হাফেয হাবীবুর রহমান।

৪১. সিলেট ১৪ই জুন ১৮ই রামাযান বুধবার : অদ্য বাদ আছর শহরের মীরের ময়দানস্থ কিউসেট ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’   -এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন অত্র ইনস্টিটিউটের পরিচালক ড. মুহাম্মাদ আবু তাহের, মাওলানা আবুল কালাম আযাদ ও মাওলানা মাহবূবুর রহমান প্রমুখ।

৪২. যোগিপাড়া, বাগাতিপাড়া, নাটোর ১৪ই জুন ১৮ই রামাযান বুধবার : অদ্য বাদ আছর নাটোর যেলা ‘আন্দোলন’-এর  উদ্যোগে যোগিপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী-পশ্চিম যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক ড. শিহাবুদ্দীন আহমাদ, ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন ও  রাজশাহী মহানগরীর পরিচালক আসাদুল্লাহ আল-গালিব।

৪৩. ছোট বেলাইল, বগুড়া ১৫ই জুন ১৯শে রামাযান   বৃহস্পতিবার : অদ্য সকাল ১১-টা হ’তে শহরের ছোট বেলাইল আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বগুড়া যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, ‘যুবসংঘে’র কেনদ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম আযাদ। অনুষ্ঠানের সঞ্চালক যেলা ‘যুবসংঘে’র সহ-সভাপতি আব্দুর রাযযাক।

৪৪. দামুড়হুদা, চুয়াডাঙ্গা ১৫ই জুন ১৯শে রামাযান বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর যেলার দামুড়হুদা থানাধীন জয়রামপুর দারুস সুন্নাহ আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর চুয়াডাঙ্গা যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুখতারুল ইসলাম ও ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক হাফেয হাবীবুর রহমান।

৪৫. উলিপুর, কুড়িগ্রাম ১৫ই জুন ১৯শে রামাযান বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর যেলার উলিপুর থানাধীন পাঁচপীর মাষ্টাপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুড়িগ্রাম-দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মিনারুল ইসলাম।

৪৬. চাঁদমারী, পাবনা ১৫ই জুন ১৯শে রামাযান বৃহস্পতিবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পাবনা যেলার উদ্যোগে চাঁদমারী আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা বেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাহারুল ইসলাম ও ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ রবীউল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ হাসান আলী।

৪৭. সিলেট ১৫ই জুন ১৯ শে রামাযান বৃহস্পতিবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সিলেট যেলার উদ্যোগে  জৈন্তাপুর থানাধীন সেনগ্রাম দাখিল মাদরাসা মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ ফায়যুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ‘যুবসংঘ’ মাদরাসা শাখার সভাপতি আব্দুর রাযযাক। উল্লেখ্য, বাদ যোহর হ’তে আছর পর্যন্ত মাদরাসা কক্ষে কর্মীদের নিয়ে সংক্ষিপ্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

৪৮. বাখরপুর, চাঁদপুর ১৫ই জুন ১৯শে রামাযান বৃহস্পতিবার : অদ্য বাদ আছর প্রস্তাবিত চাঁদপুর যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে সদর থানাধীন বাখরপুর কবিরাজপাড়া (উত্তর) আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এলাকা ‘আন্দোলন’-এর উপদেষ্টা আলহাজ্জ আব্দুল মুত্তালেব মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন কুমিল্লা যেলা ‘আন্দোলন’ -এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ছফিউল্লাহ, কুমিল্লা যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক আহমাদুল্লাহ, এলাকা ‘আন্দোলন’-এর আহবায়ক হোসাইন মুহাম্মাদ রাসেল, অত্র মসজিদের ইমাম মাওলানা আব্দুস সোবহান, বাখরপুর কবিরাজপাড়া (দক্ষিণ) আহলেহাদীছ জামে মসজিদের ইমাম জনাব ওয়াক্কাছ আলী প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন এলাকা ‘আন্দোলন’-এর সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মাদ হেমায়েত হোসাইন। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন সাবেক সভাপতি মুহাম্মাদ আতাউল্লাহ শরীফ।

৪৯. কালদিয়া, বাগেরহাট ১৫ই জুন ১৯শে রামাযান বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর  আল-মারকাযুল ইসলামী কালদিয়াতে বাগেরহাট যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি সরদার আশরাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর শূরা সদস্য অধ্যাপক শেখ রফীকুল ইসলাম ও সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের ঢালী।

৫০. নবীপুর, মুরাদনগর, কুমিল্লা ১৬ই জুন ২০শে রামাযান শুক্রবার : অদ্য বাদ আছর যেলার মুরাদনগর থানাধীন নবীপুরস্থ ইমাম বুখারী (রহঃ) সালাফিইয়াহ মাদরাসার উদ্যোগে অত্র মাদরাসা মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কুমিল্লা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন কুমিল্লা যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক আহমাদুল্লাহ, অত্র মাদরাসার সহকারী প্রধান শিক্ষক আইনুদ্দীন আল-‘আইন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন অত্র মাদরাসার শিক্ষক জনাব আতাউল্লাহ বিন জমশেদ। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠান থেকে হিফয সমাপনকারী দু’জন ছাত্রকে পাগড়ী প্রদান করা হয় এবং ইসলামী সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় উত্তীর্ণ ছাত্রদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

৫১. মৌলভীবজার ১৬ই জুন ২০শে রামাযান শুক্রবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মৌলভীবাজার যেলার উদ্যোগে কুলাউড়া থানা সদরের দক্ষিণ মাগুড়াস্থ মসজিদুত তাওহীদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ ছাদেকুন নূর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আবু মুহাম্মাদ সোহেল।

৫২. হরিপুর, ঠাকুরগাঁও ১৬ই জুন ২০শে রামাযান শুক্রবার : অদ্য বাদ আছর যেলার হরিপুর থানাধীন খিরাইচন্ডি আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ঠাকুরগাঁও যেলার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’   -এর আহবায়ক কমিটির সদস্য মুহাম্মাদ যিয়াউর রহমানের সভাপত্বিতে উক্ত সুধী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ মিনারুল ইসলাম।

৫৩. গোবরচাকা, খুলনা, ১৬ই জুন ২০শে রামাযান শুক্রবার : অদ্য বাদ জুম‘আ শহরের গোবরচাকা মুহাম্মাদিয়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ খুলনা যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর শূরা সদস্য অধ্যাপক শেখ রফীকুল ইসলাম ও সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুয্যাম্মিল হক।

৫৪. বোদা, পঞ্চগড় ১৭ই জুন ২১শে রামাযান শনিবার : অদ্য বাদ আছর যেলা বোদা থানাধীন ডাঙ্গাপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’   -এর সভাপতি মুহাম্মাদ আমীনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেনদ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ মিনারুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি শামীম প্রধান।







আরও
আরও
.