মালিগাছা শংকরপুর, পাবনা ২৭শে ডিসেম্বর শুক্রবার :
অদ্য বাদ আছর যেলার মালিগাছা শংকরপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ
আহলেহাদীছ যুবসংঘ’ পাবনা যেলার উদ্যোগে আল-‘আওনের ব্লাড গ্রুপিং ও রক্তদাতা
সদস্য সংগ্রহ এবং ছালাতের বাস্তব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পিং ও
প্রশিক্ষণ পরিচালনা করেন বগুড়া যেলা ‘যুবসংঘে’র সভাপতি আল-আমীন। প্রশিক্ষণ
প্রদান করেন যেলা ‘যুবসংঘে’র সভাপতি হাসান আলী, আল-‘আওনের সাধারণ সম্পাদক
মুন‘ঈম ও ‘সোনামণি’র পরিচালক রফীকুল ইসলাম এবং ‘আন্দোলনে’র অর্থ সম্পাদক
রেযাউল করীম প্রমুখ। উক্ত ক্যাম্পিংয়ে ১০জনের ব্লাড গ্রুপিং ও ১০জন
রক্তদাতা সদস্য তালিকাভুক্ত করা হয়।
ধাপ, রংপুর ১৩ই জানুয়ারী সোমবার : অদ্য বাদ আছর যেলা শহরের মেডিকেল মোড়স্থ হারাগাছ ক্লিনিকে আল-‘আওনের যেলা কার্যালয়ে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা আল-‘আওনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মাহমূদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আল-‘আওনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদ ও সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির। উক্ত প্রশিক্ষণে যেলা ও উপযেলা আল-‘আওনের দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন।
কর্ণসূতী, কামারখন্দ, সিরাজগঞ্জ ১৭ই জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার কামারখন্দ থানার অন্তর্গত বরতৈলা আহলেহাদীছ জামে মসজিদ প্রাঙ্গনে আল-‘আওনের রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন যেলা আল-‘আওনের সভাপতি ডা. জাহিদ ও যেলা ‘যুবসংঘে’র কর্মী সাইফুল ইসলাম প্রমুখ। উক্ত ক্যাম্পিংয়ে ১৮জনের ব্লাড গ্রুপিং ও ১৬জন রক্তদাতা সদস্য তালিকাভুক্ত করা হয়।
খিরশিন টিকর, শাহমখদুম, রাজশাহী ২৩শে জানুয়ারী বৃহস্পতি : অদ্য বাদ মাগরিব যেলার শাহমখদুম থানাধীন খিরশিন টিকরে আল-‘আওন-এর ব্লাড গ্রুপিং ও রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত উক্ত ক্যাম্পিং পরিচালনা করেন আল-‘আওনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন ও দফতর সম্পাদক আব্দুল বাছীর প্রমুখ। উক্ত ক্যাম্পিং-এ ৭ জনের ব্লাড গ্রুপিং ও ৩ জন রক্তদাতা সদস্য তালিকাভুক্ত করা হয়।
ভুগরইল, শাহমখদুম, রাজশাহী ২৪শে জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার শাহমখদুম থানাধীন ভুগরইল শিহাবের মোড়ে আল-‘আওনের ব্লাড গ্রুপিং ও রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত উক্ত ক্যাম্পিং পরিচালনা করেন আল-‘আওনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন ও দফতর সম্পাদক আব্দুল বাছীর প্রমুখ। উক্ত ক্যাম্পিং-এ ২৬জনের ব্লাড গ্রুপিং ও ৬ জন রক্তদাতা সদস্য তালিকাভুক্ত করা হয়।
খয়রাবাদ, রহনপুর, চাঁপাই-উত্তর ৩০শে জানুয়ারী বৃহস্পতিবার : অদ্য সকাল ১০-টায় যেলার রহনপুর উপযেলার অন্তর্গত জালিবাগান মাদ্রাসা প্রাঙ্গনে কেন্দ্রের উদ্যোগে আল-‘আওনের ব্লাড গ্রুপিং ও রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। অত্র ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন আল-‘আওনের কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল বাছীর। উক্ত ক্যাম্পিংয়ে ৬৮জনের ব্লাড গ্রুপিং করা হয়।
ষষ্ঠীতলা, যশোর ৭ই ফেব্রুয়ারী শুক্রবার : অদ্য সকাল ১০-টায় যেলা শহরের ষষ্ঠীতলাস্থ আল্লাহর দান আহলেহাদীছ জামে মসজিদ প্রাঙ্গনে যেলা ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ যশোর যেলা উদ্যোগে আল-‘আওনের ব্লাড গ্রুপিং ও রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন আল-‘আওনের কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল বাছীর। ক্যাম্পিংয়ে ২১জনের ব্লাড গ্রুপিং করা হয় ও ৫জন রক্তদাতা সদস্য তালিকাভুক্ত করা হয়।
আল-‘আওনের বার্ষিক রিপোর্ট (ফেব্রুয়ারী’১৯-জানুয়ারী ২০২০) :
ক্র. | বিবরণ | পরিমাণ | বৃদ্ধি |
১ | সর্বমোট রক্তদাতা সদস্য | ৫,৮১৯জন | ৩৫৯৩জন |
২ | সর্বমোট ব্লাড গ্রুপিং | ৬,৩৭২জন | ৪০৯১জন |
৩ | সর্বমোট রক্তের আবেদন | ৩,৮০৪টি | ১৫২৩টি |
৪ | সর্বমোট রক্ত দেওয়া হয়েছে | ১,৩১৮ ব্যাগ | ৯০৭ ব্যাগ |
৫ | সর্বমোট ক্যাম্পিং | ১৯৪টি | ১৪৩টি |
আল-‘আওনের সক্রিয় যেলাসমূহ : মেহেরপুর, সাতক্ষীরা, নারায়ণগঞ্জ, ঢাকা, নওগাঁ, সিরাজগঞ্জ, রংপুর, জয়পুরহাট, নাটোর, নীলফামারী-পশ্চিম, ঠাকুরগাঁও, পাবনা, গাযীপুর, পঞ্চগড়, বগুড়া, ইবি কুষ্টিয়া, জয়পুরহাট, ঝিনাইদহ, কুমিল্লা, নরসিংদী, দিনাজপুর-পূর্ব, দিনাজপুর-পশ্চিম, জামালপুর-দক্ষিণ, গাইবান্ধা।