মালিগাছা শংকরপুর, পাবনা ২৭শে ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ আছর যেলার মালিগাছা শংকরপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ পাবনা যেলার উদ্যোগে আল-‘আওনের ব্লাড গ্রুপিং ও রক্তদাতা সদস্য সংগ্রহ এবং ছালাতের বাস্তব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পিং ও প্রশিক্ষণ পরিচালনা করেন বগুড়া যেলা ‘যুবসংঘে’র সভাপতি আল-আমীন। প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘যুবসংঘে’র সভাপতি হাসান আলী, আল-‘আওনের সাধারণ সম্পাদক মুন‘ঈম ও ‘সোনামণি’র পরিচালক রফীকুল ইসলাম এবং ‘আন্দোলনে’র অর্থ সম্পাদক রেযাউল করীম প্রমুখ। উক্ত ক্যাম্পিংয়ে ১০জনের ব্লাড গ্রুপিং ও ১০জন রক্তদাতা সদস্য তালিকাভুক্ত করা হয়।

ধাপ, রংপুর ১৩ই জানুয়ারী সোমবার : অদ্য বাদ আছর যেলা শহরের মেডিকেল মোড়স্থ হারাগাছ ক্লিনিকে আল-‘আওনের যেলা কার্যালয়ে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা আল-‘আওনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মাহমূদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আল-‘আওনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদ ও সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির। উক্ত প্রশিক্ষণে যেলা ও উপযেলা আল-‘আওনের দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন।

কর্ণসূতী, কামারখন্দ, সিরাজগঞ্জ ১৭ই জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার কামারখন্দ থানার অন্তর্গত বরতৈলা আহলেহাদীছ জামে মসজিদ প্রাঙ্গনে আল-‘আওনের রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন যেলা আল-‘আওনের সভাপতি ডা. জাহিদ ও যেলা ‘যুবসংঘে’র কর্মী সাইফুল ইসলাম প্রমুখ। উক্ত ক্যাম্পিংয়ে ১৮জনের ব্লাড গ্রুপিং ও ১৬জন রক্তদাতা সদস্য তালিকাভুক্ত করা হয়।

খিরশিন টিকর, শাহমখদুম, রাজশাহী ২৩শে জানুয়ারী বৃহস্পতি : অদ্য বাদ মাগরিব যেলার শাহমখদুম থানাধীন খিরশিন টিকরে আল-‘আওন-এর ব্লাড গ্রুপিং ও রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত উক্ত ক্যাম্পিং পরিচালনা করেন আল-‘আওনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন ও দফতর সম্পাদক আব্দুল বাছীর প্রমুখ। উক্ত ক্যাম্পিং-এ ৭ জনের ব্লাড গ্রুপিং ও ৩ জন রক্তদাতা সদস্য তালিকাভুক্ত করা হয়।

ভুগরইল, শাহমখদুম, রাজশাহী ২৪শে জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার শাহমখদুম থানাধীন ভুগরইল শিহাবের মোড়ে আল-‘আওনের ব্লাড গ্রুপিং ও রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত উক্ত ক্যাম্পিং পরিচালনা করেন আল-‘আওনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন ও দফতর সম্পাদক আব্দুল বাছীর প্রমুখ। উক্ত ক্যাম্পিং-এ ২৬জনের ব্লাড গ্রুপিং ও ৬ জন রক্তদাতা সদস্য তালিকাভুক্ত করা হয়।

খয়রাবাদ, রহনপুর, চাঁপাই-উত্তর ৩০শে জানুয়ারী বৃহস্পতিবার : অদ্য সকাল ১০-টায় যেলার রহনপুর উপযেলার অন্তর্গত জালিবাগান মাদ্রাসা প্রাঙ্গনে কেন্দ্রের উদ্যোগে আল-‘আওনের ব্লাড গ্রুপিং ও রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। অত্র ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন আল-‘আওনের কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল বাছীর। উক্ত ক্যাম্পিংয়ে ৬৮জনের ব্লাড গ্রুপিং করা হয়।

ষষ্ঠীতলা, যশোর ৭ই ফেব্রুয়ারী শুক্রবার : অদ্য সকাল ১০-টায় যেলা শহরের ষষ্ঠীতলাস্থ আল্লাহর দান আহলেহাদীছ জামে মসজিদ প্রাঙ্গনে যেলা ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ যশোর যেলা উদ্যোগে আল-‘আওনের ব্লাড গ্রুপিং ও রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন আল-‘আওনের কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল বাছীর। ক্যাম্পিংয়ে ২১জনের ব্লাড গ্রুপিং করা হয় ও ৫জন রক্তদাতা সদস্য তালিকাভুক্ত করা হয়।

আল-‘আওনের বার্ষিক রিপোর্ট (ফেব্রুয়ারী’১৯-জানুয়ারী ২০২০) :

ক্র.

বিবরণ

পরিমাণ

বৃদ্ধি

সর্বমোট রক্তদাতা সদস্য

৫,৮১৯জন

৩৫৯৩জন

সর্বমোট ব্লাড গ্রুপিং

৬,৩৭২জন

৪০৯১জন

সর্বমোট রক্তের আবেদন

৩,৮০৪টি

১৫২৩টি

সর্বমোট রক্ত দেওয়া হয়েছে

১,৩১৮ ব্যাগ

৯০৭ ব্যাগ

সর্বমোট ক্যাম্পিং

১৯৪টি

১৪৩টি

আল-‘আওনের সক্রিয় যেলাসমূহ : মেহেরপুর, সাতক্ষীরা, নারায়ণগঞ্জ, ঢাকা, নওগাঁ, সিরাজগঞ্জ, রংপুর, জয়পুরহাট, নাটোর, নীলফামারী-পশ্চিম, ঠাকুরগাঁও, পাবনা, গাযীপুর, পঞ্চগড়, বগুড়া, ইবি কুষ্টিয়া, জয়পুরহাট, ঝিনাইদহ, কুমিল্লা, নরসিংদী, দিনাজপুর-পূর্ব, দিনাজপুর-পশ্চিম, জামালপুর-দক্ষিণ, গাইবান্ধা।







সুধী সমাবেশ (নওগাঁ, বগুড়া, ভোলা, গাযীপুর, পলাশবাড়ী, নীলফামারী, ফরিদপুর)
মহিলা সংস্থা (মহিলা সমাবেশ)
প্রখ্যাত সীরাত গবেষক প্রফেসর ড. ইয়াসীন মাযহার ছিদ্দীকী-এর মৃত্যু
মৃত্যু সংবাদ
যেলা সম্মেলন : নওগাঁ ২০১৯ (ঈমানদার মানুষ ব্যতীত শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব নয়)
রোহিঙ্গা আলেম-ওলামার সমন্বয়ে রোহিঙ্গা ক্যাম্পে ইসলামী আক্বীদা বিষয়ক সেমিনার
তাবলীগী সভা
মারকায সংবাদ (৮ মাসে হিফয সম্পন্ন করল মারকাযের ছাত্র, মুহাম্মাদ মীযানুর রহমান)
যেলা সম্মেলন : রংপুর-পশ্চিম (আসুন! সার্বিক জীবনে আল্লাহর দাসত্ব করি) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
বন্যার্তদের মাঝে কুরবানীর গোশত বিতরণ
সেমিনার
যুবসংঘ (দাঈ প্রশিক্ষণ ২০১৯)
আরও
আরও
.