২৯ ও ৩০শে আগস্ট শুক্র ও শনিবার নওদাপাড়া, রাজশাহী : ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর বার্ষিক কর্মী সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী ভাষণে সম্মেলনের সভাপতি মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত আহবান জানান। সূরা নাহলের ৩৬ আয়াত উদ্ধৃত করে তিনি বলেন, নবীগণ পৃথিবীতে এসেছিলেন আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করার জন্য, শুধু রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য নয়। আর আল্লাহর দাসত্ব করতে হ’লে শয়তানের দাসত্ব পরিত্যাগ করতে হবে।

তিনি আরো বলেন, আদর্শের উপর অবিচল থাকা একজন মুমিনের অপরিহার্য দায়িত্ব। দুর্যোগ যতই ঘনীভূত হৌক, পরিস্থিতি যতই প্রতিকূল হৌক, সঙ্গী-সাথী যতই কম হৌক, আদর্শের উপর টিকে থাকাটাই বিজয়ের সোপান। অতএব আসুন! এই আদর্শিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে আমরা দ্বীনের পথে দৃঢ় থাকি। পশ্চিমাদের দেখানো তাগূতী তরীকা নয়, প্রচলিত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা নয়, ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পথে নয়, বরং ক্ষমতা দানের মালিক আল্লাহ, এই বিশ্বাস রেখে আল্লাহর পথে দাওয়াতের মাধ্যমে মানুষকে আহবান করি। রাসূল (ছাঃ) ক্ষমতা লাভের জন্য তাওহীদের দাওয়াত দেননি। বরং দাওয়াত দিয়েছেন মানুষকে জান্নাতের পথে। আর সেই দাওয়াতে উদ্বুদ্ধ ব্যক্তিদের মধ্য থেকেই নেতৃত্ব তৈরী হয়েছে এবং তারাই পরবর্তীকালে ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠন করেছেন। আর এভাবেই দ্বীন কায়েম হবে ইনশাআল্লাহ। অতঃপর তিনি সবাইকে দু’দিনব্যাপী কর্মী সম্মেলনে সুশৃংখলভাবে অবস্থানের আহবান জানিয়ে আল্লাহর নামে কর্মী সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উল্লেখ্য, ১ম দিন শুক্রবার সকাল ৯-টায় সম্মেলন শুরু হয়। ১ম অধিবেশনের পরিচালক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলামের পরিচালনায় ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইনের সঞ্চালনায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর মক্তব বিভাগের শিক্ষক ক্বারী আব্দুল আউয়ালের অর্থ সহ কুরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়। অতঃপর আল-হেরা শিল্পী গোষ্ঠীর সদস্য মুহাম্মাদ রাক্বীবুল ইসলাম (মেহেরপুর) জাগরণী পরিবেশন করে। স্বাগত ভাষণ পেশ করেন কর্মী সম্মেলনের আহবায়ক ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম।

উদ্বোধনী ভাষণের পর বিষয়ভিত্তিক ধারাবাহিক বক্তব্য শুরু হয়। প্রথমে (১) ‘সমাজ সংস্কারে আহলেহাদীছ আন্দোলনের ভূমিকা’ বিষয়ে বক্তব্য পেশ করেন খুলনা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম। এরপর (২) ‘আহলেহাদীছের রাজনৈতিক দর্শন (ইমারত ও বায়‘আতসহ)’ বিষয়ে ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম (মারকায) (৩) ‘কর্মীদের দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ে কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার (কুষ্টিয়া), (৪) ‘প্রচলিত রাজনীতির মাধ্যমে ইসলামী খেলাফত অর্জন কি সম্ভব? বিষয়ে কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক শেখ রফীকুল ইসলাম (সাতক্ষীরা) বক্তব্য পেশ করেন।

অতঃপর বাদ আছর (৫) সেচ্ছাসেবামূলক কাজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা (আল-‘আওনের ভূমিকাসহ) বিষয়ে বক্তব্য পেশ করেন ‘আল-‘আওন-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক শরীফুল ইসলাম (সিরাজগঞ্জ), (৬) ‘আহলেহাদীছ আন্দোলন’-এর প্রচার ও প্রসারে প্রবাসী সংগঠন সমূহের ভূমিকা বিষয়ে সঊদী আরব শাখার সভাপতি শায়খ মুশফিকুর রহমান, (৭) ‘শিশু-কিশোরদের মাঝে সঠিক আক্বীদা সৃষ্টিতে ‘সোনামণি সংগঠন’ বিষয়ে ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক রবীউল ইসলাম, (৮) ‘সমাজ সংস্কারে পেশাজীবী ফোরাম কিভাবে ভূমিকা রাখতে পারে’ বিষয়ে আহলেহাদীছ পেশাজীবী ফোরামের সভাপতি ডা. শওকত হাসান, (৯) ‘গঠনতন্ত্রের আলোকে দায়িত্বশীলদের গুণাবলী’ বিষয়ে রাজশাহী-সদর সাংগঠনিক যেলার সভাপতি মাওলানা দুররুল হুদা বক্তব্য রাখেন।

অতঃপর যেলা সংগঠন সমূহের কর্মতৎপরতা বৃদ্ধিতে যেলা সভাপতি ও প্রতিনিধিগণের মধ্য হ’তে পরামর্শমূলক বক্তব্য পেশ করেন (১০) রংপুর-পশ্চিম যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা লাল মিয়া, (১১) কুষ্টিয়া-পূর্ব যেলার কর্মী রাজীবুল ইসলাম, (১২) নারায়ণগঞ্জ যেলার সহ-সভাপতি এম.এ. কেরামত আলী, (১৩) নীলফামারী-পূর্ব যেলার সহ-সভাপতি ডা. সাঈদুর রহমান, (১৪) ঢাকা-উত্তর যেলার কর্মী হাবীবুল্লাহ, (১৫) বাগেরহাট যেলার সভাপতি (ভারপ্রাপ্ত) মাওলানা আববাসুদ্দীন ইলিয়াস ও (১৬) পাবনা যেলার প্রচার সম্পাদক আফতাবুদ্দীন প্রমুখ।

বাদ মাগরিব (১৭) ‘ইসলামী খেলাফত অর্জনে নববী পদ্ধতি : তাযকিয়া ও তারবিয়া’ বিষয়ে কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম (মারকায), (১৮) ‘বর্তমান প্রেক্ষাপটে ‘যুবসংঘে’র ভূমিকা বিষয়ে ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম (১৯) ‘গণতন্ত্র বনাম ইসলামী খেলাফত’ বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব (মারকায), বাদ এশা (২০) ‘আমানতদারিতা সাংগঠনিক মযবূতির অপরিহার্য শর্ত’ বিষয়ে ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আব্দুল ওয়াদূদ বক্তব্য রাখেন।

২য় দিন শুক্রবার বাদ ফজর মারকাযের পশ্চিম পার্শ্বস্থ মসজিদে ‘ইস্তিক্বামাত বা আদর্শিক দৃঢ়তা’ বিষয়ে দরস পেশ করেন মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল (পাবনা), একই সময়ে পূর্ব পার্শ্বস্থ মসজিদে নেতৃত্বের মূল্যায়ন বিষয়ে দরস পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক মাওলানা দুররুল হুদা।

দরস শেষে সামান্য বিরতির পর মূল প্যান্ডেলে বিষয়ভিত্তিক বক্তব্য শুরু হয়। (১) পারিবারিক তা‘লীম : গুরুত্ব ও পদ্ধতি (মহিলা সংস্থার গুরুত্বসহ) বিষয়ে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম (যশোর), (২) ইক্বামতে দ্বীন : ভ্রান্তি নিরসন বিষয়ে কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন (সাতক্ষীরা), (৩) ‘সাংগঠনিক জীবনে ইখলাছের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ বিষয়ে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম (মেহেরপুর), (৪) ‘ইনফাক্ব ফী সাবীলিল্লাহ (সংগঠনের বিভিন্ন খাতসহ)’ বিষয়ে জামালপুর-দক্ষিণ যেলার সাধারণ সম্পাদক কামারুয্যামান বিন আব্দুল বারী বক্তব্য রাখেন।

নাশতার বিরতির পর (৫) ‘ইসলামী খেলাফত অর্জনে জাতীয় ঐক্যের রূপরেখা ও প্রস্তাবনা’ বিষয়ে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়ার ভাইস-প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম, (৬) ‘গণতান্ত্রিক নির্বাচন বনাম ইসলামী নেতৃত্ব নির্বাচন’ বিষয়ে কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন (মারকায) বক্তব্য রাখেন। (৮) অতঃপর বিগত ২০২৪-২৫ সেশনের বার্ষিক সাংগঠনিক রিপোর্ট পেশ করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। এরপর কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তাবনা পেশ করেন কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক জালালুদ্দীন। তারপর ২০২৫-২৭ সেশনের যেলা সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। তিনি আল-‘আওন ২০২৫-২৭ ও আহলেহাদীছ পেশাজীবী ফোরামের ২০২৫-২৮ সেশনের কেন্দ্রীয় কমিটির নামও ঘোষণা করেন। যোহরের ছালাতের পর আমীরে জামা‘আত তাদেরসহ উপস্থিত সকলের আনুগত্যের বায়‘আত গ্রহণ করেন।

কেন্দ্রীয় পরিষদ সদস্য ও উপদেষ্টা সম্মেলন : সম্মেলনের ২য় দিন শনিবার সকাল ৯-টা থেকে ১১-টা পর্যন্ত মারকাযের পূর্ব পার্শ্বস্থ মসজিদের নীচ তলায় মুহতারাম আমীরে জামা‘আতের সভাপতিত্বে ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় পরিষদ সদস্য ও উপদেষ্টা সম্মেলন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক কর্তৃক উদ্বোধনী বক্তব্যের পর সভাপতির নির্দেশক্রমে ২০২৪-২০২৫ সেশনে কেন্দ্রের বার্ষিক আয়-ব্যয়ের অডিটকৃত হিসাব পেশ করেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাহারুল ইসলাম (কুষ্টিয়া)। এরপর সংগঠনের ২০২৫-২৬ সেশনের কেন্দ্রীয় বাজেট ও পরিকল্পনা অবহিত করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অতঃপর সংগঠনের অগ্রগতি সম্পর্কে পরামর্শমূলক বক্তব্য পেশ করেন রাজশাহী-সদর যেলার উপদেষ্টা এ্যাডভোকেট জারজিস আহমাদ সহ অন্যান্যগণ। সবশেষে কেন্দ্রীয় পরিষদ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে হেদায়াতী ভাষণ প্রদান করেন মুহতারাম আমীরে জামা‘আত।

প্রস্তাবনাসমূহ :

(১) জুলাই’২৪-এর অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে পুনর্গঠন করতে হবে। (২) বৃটিশদের চালুকৃত বিচারব্যবস্থার আমূল সংস্কার করতে হবে এবং বিচারের নামে অবিচার, দীর্ঘসূত্রিতা, আইনের অপব্যবহার ও পক্ষপাতিত্ব থেকে আদালত ও বিচারব্যবস্থাকে সম্পূর্ণভাবে মুক্ত করতে অবিলম্বে শারঈ বিচারব্যবস্থা চালু করতে হবে। (৩) প্রাথমিক হ’তে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। (৪) শিক্ষার সকল স্তরে প্রচলিত সহশিক্ষা বাতিল করে নারী ও পুরুষের জন্য পৃথক শিক্ষাব্যবস্থা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। (৫) সূদভিত্তিক অর্থব্যবস্থা বাতিল করে ন্যায় ও ইনছাফভিত্তিক ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে হবে। (৬) অফিস-আদালত থেকে ঘুষ ও দুর্নীতি কঠোর হস্তে দমন করতে হবে এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বিজ্ঞ আলেমদের সমন্বয়ে একটি বিশেষ বিভাগ সৃষ্টি করতে হবে। (৭) যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া থেকে যাবতীয় অশ্লীল কনটেন্ট দূর করার উদ্যোগ নিতে হবে। (৮) শহর ও গ্রামের সর্বত্র মদ, জুয়া এবং লটারী প্রভৃতি সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। (৯) ইসলামের নামে প্রচলিত বিভ্রান্ত দলসমূহ যেমন আহলে কুরআন, কাদিয়ানী, হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, দেওয়ানবাগী প্রভৃতি ফের্কার প্রতিরোধে সরকারীভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। (১০) এই সম্মেলন সন্ত্রাসী রাষ্ট্র ইস্রাঈলের পাশবিক আগ্রাসনের তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছে এবং অসহায় ফিলিস্তিনী মুসলমানদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। সেই সাথে বাংলাদেশ সরকারকে সকল আন্তর্জাতিক ফোরামে ইস্রাঈলী আগ্রাসনের বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখার আহবান জানাচ্ছে।

সম্মেলনের অন্যান্য রিপোর্ট : দু’দিন ব্যাপী কর্মী সম্মেলনের বিভিন্ন অধিবেশনে কুরআন তেলাওয়াত করেন হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির (মারকায), ক্বারী আব্দুল আওয়াল (মারকায), হাফেয ওবায়দুল্লাহ (মারকায), হাফেয মুখলেছুর রহমান (বগুড়া)। জাগরণী পরিবেশন করেন আল-হেরা শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় পরিচালক রাক্বীবুল ইসলাম (মেহেরপুর), সদস্য মুহাম্মাদ মীযানুর রহমান (জয়পুরহাট), কেরামত আলী (পাবনা), যিল্লুর রহমান ও আবু বকর (রাজশাহী), তানভীরুয্যামান (মেহেরপুর) ও হাফেয আব্দুল্লাহ আল-ফাহীম (কুষ্টিয়া) প্রমুখ।

সম্মেলনের ৭টি অধিবেশনের পরিচালক ছিলেন যথাক্রমে (১) ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম (২) প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন (৩) সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম (৪) ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন।

সম্মেলনের ৭টি অধিবেশনের উপস্থাপক ছিলেন যথাক্রমে (১) ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, (২) গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম (৩) দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম (৪) মুহাম্মাদ তরীকুয্যামান, (৫) ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদূদ এবং (৬) মাওলানা জামীলুর রহমান (কুমিল্লা)।

উল্লেখ্য, সম্মেলনে ৬৬টি সাংগঠনিক যেলার ১৪১৮ জন বাছাইকৃত কর্মী উপস্থিত ছিলেন।


মজলিসে আমেলা ও শূরা পুনর্গঠন

২০২৫-২০২৭ সেশনের ‘মজলিসে আমেলা’  সদস্যগণের তালিকা

ক্র.

দায়িত্ব

নাম

যেলা

সাধারণ সম্পাদক

অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম

মেহেরপুর

সাংগঠনিক সম্পাদক

অধ্যাপক মুহাম্মাদ সিরাজুল ইসলাম

যশোর

অর্থ সম্পাদক

মুহাম্মাদ বাহারুল ইসলাম

কুষ্টিয়া

প্রচার সম্পাদক

ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন

মারকায

প্রশিক্ষণ সম্পাদক

মুহাম্মাদ আলতাফ হোসাইন

সাতক্ষীরা

গবেষণা বিষয়ক সম্পাদক

ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম

মারকায

প্রকাশনা সম্পাদক

অধ্যাপক আব্দুল লতীফ

রাজশাহী

শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক

ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব

মারকায

সমাজকল্যাণ সম্পাদক

অধ্যাপক মুহাম্মাদ দুররুল হুদা

রাজশাহী

১০

যুববিষয়ক সম্পাদক

মুহাম্মাদ আব্দুর রশীদ আখতার

কুষ্টিয়া

১১

দফতর সম্পাদক

ড. মুহাম্মাদ আব্দুল হালীম

মারকায

 

২০২৫-২০২৭ সেশনের ‘মজলিসে শূরা’ সদস্যগণের তালিকা

ক্রম.

নাম

যেলা

০১

অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম

মেহেরপুর

০২

অধ্যাপক মুহাম্মাদ আব্দুল লতীফ

রাজশাহী

০৩

অধ্যাপক মুহাম্মাদ সিরাজুল ইসলাম

যশোর

০৪

মুহাম্মাদ বাহারুল ইসলাম

কুষ্টিয়া

০৫

ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন

মারকায

০৬

ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম

মারকায

০৭

অধ্যাপক মুহাম্মাদ দুররুল হুদা

রাজশাহী

০৮

মুহাম্মাদ আলতাফ হোসাইন

সাতক্ষীরা

০৯

মুুহাম্মাদ আব্দুর রশীদ আখতার

কুষ্টিয়া

১০

ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব

মারকায

১১

ড. মুহাম্মাদ আব্দুল হালীম

মারকায

১২

মাওলানা মুহাম্মাদ ছফিউল্লাহ

কুমিল্লা

১৩

অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ

রাজশাহী

১৪

অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন

নরসিংদী

১৫

অধ্যাপক ড. মুহাম্মাদ আলী

নাটোর

১৬

অধ্যাপক মুহাম্মাদ বযলুর রহমান

জামালপুর

১৭

ক্বাযী মুহাম্মাদ হারূণুর রশীদ

ঢাকা

১৮

মাওলানা মুহাম্মাদ দুররুল হুদা

রাজশাহী

১৯

মুহাম্মাদ ছহীমুদ্দীন

বগুড়া

২০

মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তার

নওগাঁ

২১

অধ্যাপক শেখ রফীকুল ইসলাম

সাতক্ষীরা

২২

মাওলানা জাহাঙ্গীর আলম

খুলনা

২৩

মুহাম্মাদ তরীকুয্যামান

মেহেরপুর

২৪

হাকীম মুস্তাফীযুর রহমান

নীলফামারী

২৫

হাফেয মুহাম্মাদ শেখ সাদী

চট্টগ্রাম

 

আহলেহাদীছ পেশাজীবী ফোরাম

কেন্দ্রীয় কর্মপরিষদ (২০২৫-২০২৮ খৃ.)

দায়িত্ব

নাম

যেলা

সভাপতি

ডা. শওকত হাসান

রাজশাহী

সহ-সভাপতি

ইঞ্জিনিয়ার ড. আলী নাঈম

নাটোর

ইঞ্জিনিয়ার আহমাদ শাফী

কুষ্টিয়া

সাধারণ সম্পাদক

ডা. ছাবিত বিন হান্নান

কুষ্টিয়া

যুগ্ম-সাধারণ সম্পাদক

ডা. যোবায়ের ইসলাম

চাঁপাই নবাবগঞ্জ

ইঞ্জিনিয়ার মাহিবুল হোসাইন

কুমিল্লা

সাংগঠনিক সম্পাদক

ইঞ্জিনিয়ার তারিক আহমাদ

নাটোর

অর্থ-সম্পাদক

শরীফুল আলম

রাজশাহী

তথ্য ও গবেষণা সম্পাদক

হাফীযুর রহমান

বগুড়া

শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক

হোসাইন মাহমূদ

সাতক্ষীরা

সমাজকল্যণ সম্পাদক

ডা. নাজমুছ ছাকিব

সাতক্ষীরা

পাঠাগার ও প্রকাশনা সম্পাদক

আব্দুল ওয়াহহাব

জয়পুরহাট

দফতর সম্পাদক

রাজু আহমাদ

রাজশাহী

 

আল-আওন

কেন্দ্রীয় কর্মপরিষদ (২০২৫-২৭ খৃ.)

দায়িত্ব

নাম

যেলা

সভাপতি

ডা. আব্দুল মতীন

ঢাকা

সহ-সভাপতি

মুহাম্মাদ আবূ দাঊদ

রাজশাহী

সাধারণ সম্পাদক

আহমাদ আব্দুল্লাহ শাকির

রাজশাহী

সাংগঠনিক সম্পাদক

মুহাম্মাদ শরীফুল ইসলাম

সিরাজগঞ্জ

অর্থ সম্পাদক

মুহাম্মাদ আব্দুল্লাহ নাবীল

সাতক্ষীরা

প্রচার সম্পাদক

রাসেল মিয়া

নারায়ণগঞ্জ

প্রশিক্ষণ সম্পাদক

মুহাম্মাদ হাফীযুর রহমান

নওগাঁ

দফতর সম্পাদক

মুহাম্মাদ আহসান হাবীব

ঝিনাইদহ

 






আরও
আরও
.