বগুড়া ২০শে অক্টোবর শনিবার : অদ্য দুপুর ২ ঘটিকা হ’তে বগুড়া শহরের ঐতিহ্যবাহী আলতাফুননেসা খেলার ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বগুড়া যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রদত্ত প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, আল্লাহ তা‘আলা মানুষকে কেবলমাত্র তার ইবাদত তথা তাওহীদ প্রতিষ্ঠার জন্য প্রেরণ করেছেন। সুতরাং যথাযথভাবে তার বিধান অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের ইহকালীন মঙ্গল ও পরকালীন মুক্তি। এ লক্ষ্যে তিনি সকলকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে নিজেদের জীবন ও সমাজকে ঢেলে সাজানোর আহবান জানান।

যেলা ‘আনেদালন’-এর সভাপতি জনাব আব্দুর রহীম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে আরো বক্তব্য পেশ করেন, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা দুররুল হুদা, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ‘আহলেহাদীছ ওলামা ও ইমাম সমিতির সহ-সভাপতি আমানুল্লাহ বিন ইসমাঈল, নারায়ণগঞ্জ যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শফীকুল ইসলাম, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক কাযী হারূনুর রশীদ, ঢাকা যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক হাফেয আব্দুল্লাহ আল-মারূফ, বগুড়া যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, যেলা ‘যুবসংঘে’র সভাপতি আল-আমীন প্রমুখ। সম্মেলনে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক আব্দুর রাযযাক। ইসলামী জাগরণী পরিবেশন করেন হাফেয আব্দুল্লাহ আল-মারূফ ও শাহজাহানপুর উপযেলা ‘যুবসংঘে’র দফতর সম্পাদক হাফেয রবীউল ইসলাম। তাছাড়া পাবনা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা বেলালুদ্দীন সম্মেলনে স্বরচিত একটি জাগরণী পরিবেশন করেন।

সম্মেলনে বগুড়া যেলা ছাড়াও পার্শ্ববর্তী নাটোর, নওগাঁ, গাইবান্ধা, সিরাজগঞ্জ, পাবনা, জয়পুরহাট এবং দূরবর্তী দিনাজপুর, রংপুর, লালমণিরহাট প্রভৃতি যেলা থেকে বিপুল সংখ্যক কর্মী, দায়িত্বশীল ও সুধী রিজার্ভ বাস, মাইক্রোবাস এবং ট্রেন ও অন্যান্য পরিবহন যোগে সম্মেলনে যোগদান করেন। কর্মীদের ব্যাপক উপস্থিতি সম্মেলনকে প্রাণবন্ত করে তোলে। সম্মেলনে পবিত্র কুরআন তেলাওয়াত করেন বগুড়া যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি হাফেয মুখলেছুর রহমান।






ভিডিও কনফারেন্স আহলেহাদীছ আন্দোলন, সিঙ্গাপুর শাখা
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিলের অবশিষ্ট রিপোর্ট
রাজশাহী বিভাগে প্রথম দাখিল পরীক্ষায় মারকাযের শিক্ষার্থীদের বৃত্তি লাভ (মারকায সংবাদ)
মাসিক ইজতেমা
হিজড়াদের সাথে ইফতার (শরী‘আতের আলোকে ‘হিজড়াদের সামাজিক ও ধর্মীয় অধিকার’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল)
কর্মী প্রশিক্ষণ ও মাসিক ইজতেমা; দায়িত্বশীল প্রশিক্ষণ
হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ (সীরাত পাঠ প্রতিযোগিতা ২০২১)
সোনামণি
রাঙামাটির লংগদুতে দাওয়াতী সফর
সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে মূর্তি স্থাপন থেকে বিরত হৌন! - -সরকারের প্রতি আমীরে জামা‘আত
মহিলা সমাবেশ
‘আহলেহাদীছ আন্দোলন’-এর কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম-এর মৃত্যু
আরও
আরও
.