নওদাপাড়া, রাজশাহী ১৯শে অক্টোবর মঙ্গলবার : অদ্য বাদ মাগরিব আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর উদ্যোগে মাদ্রাসার পূর্ব পার্শ্বস্থ ভবনের ৩য় তলার মিলনায়তনে ‘মুনাযারা প্রশিক্ষণ কর্মশালা ২০২১’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। তিনি তাঁর ভাষণে বাহাছ-মুনাযারার ক্ষেত্রে চারটি বিষয়ের প্রতি খেয়াল রাখার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহবান জানান। এগুলি হ’ল- (১) জনসম্মুখে সত্য তুলে ধরা (২) কূটতর্কে জড়িয়ে না পড়া (৩) প্রতিপক্ষের হেদায়াতের আকাঙ্ক্ষী হওয়া এবং (৪) বিতর্কের বিষয়ে পর্যাপ্ত জ্ঞান অর্জন করা।

উক্ত কর্মশালায় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন ধূরইল ডিএস কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা দুর্রুল হুদা (বিষয় : অভিজ্ঞতার আলোকে মাঠ পর্যায়ে বাহাছ-মুনাযারা), পিস টিভির আলোচক মুখলেছুর রহমান মাদানী (বিষয় : বিতর্কে দলীল ও যুক্তি উপস্থাপন এবং তা খন্ডন), হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব (বিষয় : বিতর্ক কি ও কেন),  মারকাযের  ভাইস  প্রিন্সিপ্যাল ড.  নূরুল  ইসলাম  (বিষয় : ভালো তার্কিক হওয়ার উপায় ও কৌশল) এবং মারকাযের শিক্ষক শরীফুল ইসলাম মাদানী (বিষয় : বাতিল ফিরক্বা সমূহের মোকাবিলায় বাহাছ-মুনাযারা : গুরুত্ব ও করণীয়)। এতে ৯ম থেকে কুল্লিয়া (দাওরায়ে হাদীছ) শ্রেণীর বাছাইকৃত ৮২ জন ছাত্র অংশগ্রহণ করে। প্রশিক্ষণের শেষাংশে ৫ জন ছাত্র কর্মশালা সম্পর্কে তাদের অভিব্যক্তি প্রকাশ করে। প্রাণবন্ত কর্মশালাটি বাদ মাগরিব শুরু হয়ে এশার ছালাতের পূর্ব পর্যন্ত চলে। অতঃপর বাদ এশা মুহতারাম আমীরে জামা‘আতের হেদায়াতী ভাষণের মাধ্যমে কর্মশালা সমাপ্ত হয়।






আরও
আরও
.