গত ৩১শে অক্টোবর শুক্রবার বাদ জুম‘আ উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ‘ইসকন’ নিষিদ্ধের দাবীতে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন যেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে সরকারের নিকট ৪ দফা দাবী জানানো হয়। তা হ’ল- (১) হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। (২) ইসকনের হাতে এ পর্যন্ত সংঘটিত হত্যা, নির্যাতন এবং অপহরণের সাথে জড়িত সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। (৩) প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা ইসকনের দোসরদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। (৪) মেয়েদের বিবাহের সময়সীমা ১৮ বছর বাতিল করতে হবে। বিস্তারিত রিপোর্ট নিম্নরূপ :

১. সাহেব বাজার, রাজশাহী : রাজশাহী-সদর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা দুররুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন রাজশাহী-সদর সাংগঠনিক যেলার সাধারণ সম্পাদক মুস্তাক্বীম আহমাদ, রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা সভাপতি মুহাম্মাদ আনোয়ারুল ইসলাম, রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলার সাধারণ সম্পাদক অধ্যাপক তোফায্যল হোসাইন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মাদ তরুণ হাসান ও মোহনপুর উপযেলার ধুরইল এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুর্তাযা।

২. বায়তুল মোকাররম, ঢাকা : অদ্য বাদ জুম‘আ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আলহাজ্জ মুহাম্মাদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা কাযী হারুনুর রশীদ, সাবেক সাধারণ সম্পাদক তাসলীম সরকার, ঢাকা-উত্তরের সভাপতি হাফেয মাওলানা মুহাম্মাদ এরশাদল্লাহ, ঢাকা-দক্ষিণ ‘যুবসংঘ’-এর সভাপতি হাফেয আব্দুর রাযযাক, ঢাকা-উত্তর ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম ও কেন্দ্রীয় শূরা সদস্য আব্দুল্লাহ আল-মুছাদ্দিক প্রমুখ।

৩. পাঁচদোনা মোড়, নরসিংদী : অদ্য বাদ জুম‘আ যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে ইসকন নিষিদ্ধের দাবীতে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক জালালুদ্দীন; যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুস সাত্তার, অর্থ সম্পাদক মুহাম্মাদ হেমায়েত হোসাইন, যুববিষয়ক সম্পাদক মুহাম্মদ দেলোয়ার হোসাইন প্রমুখ।

৪. কান্দিরপাড়, পূবালী চত্বর, কুমিল্লা : অদ্য বিকেল ৩ টায় যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য পেশ করেন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমাদুল্লাহ, যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা মুছলেহুদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা জামীলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসাইন ও যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি রূহুল আমীন প্রমুখ।

(৫) গাইবান্ধা যেলার সাঘাটা উপযেলাধীন বোনারপাড়া উপযেলা কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর। (৬) চাঁপাই নবাবগঞ্জ যেলার রহনপুর উপযেলাধীন ডাকবাংলা পাড়া কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদের সামনে। (৭) দিনাজপুর যেলার বিরামপুর থানাধীন ঢাকা মোড়, বিরল থানাধীন বিরল বাজার বকুলতলা মোড় এবং (৮) চিরিরবন্দর থানাধীন ঘুঘুরাতলী বটতলীমোড়। (৯) নারায়ণগঞ্জ যেলার রূপগঞ্জ থানাধীন চরপাড়া হাইওয়ে রোড সংলগ্ন এবং (১০) সোনারগাঁও উপযেলাধীন নোয়াপুর বাজার এশিয়ান হাইওয়ে রোড। (১১) পাবনা যেলার ঈশ্বরদী থানাধীন দাশুড়িয়া ট্রাফিক মোড়। (১২) নাটোর যেলা নলডাঙ্গা থানাধীন হরিদা খলসী বায়তুন নূর আহলেহাদীছ জামে মসজিদ চত্বর। (১৩) নীলফামারী যেলার ডিমলা রামডাঙ্গা আমতলী বাজার এবং (১৪) নীলফামারী শহরের বড় বাজার ট্রাফিক মোড়। (১৫) খুলনা যেলার খালিশপুর থানাধীন মুজগুন্নী মোহাম্মাদী জামে মসজিদ। (১৭) সিরাজগঞ্জ যেলার সদর থানাধীন প্রেসক্লাব চৌরাস্তা মোড়। (১৪) ৪ঠা নভেম্বর মঙ্গলবার সাতক্ষীরা যেলা শহরের শহীদ আব্দুর রাযযাক পার্ক- মানববন্থন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।






আরও
আরও
.