অভিবাসী গ্রহণে বিশ্বে প্রথম স্থানে রয়েছে তুরস্ক। আর দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। জাতিসংঘের উদ্বাস্ত্ত বিষয়ক হাইকমিশনার এ পরিসংখ্যান প্রকাশ করেছেন। পরিসংখ্যানে বলা হয়েছে, তুরস্কে বাস করছে ৩১ লাখ উদ্বাস্ত্ত, আর পাকিস্তানে রয়েছে ১৬ লাখ উদ্বাস্ত্ত। তৃতীয় স্থানে থাকা লেবাননে রয়েছে ১১ লাখ উদ্বাস্ত্ত। এরপর ধারাবাহিকভাবে ইরানে ৯ লাখ ৭৯ হাযার ৪০০ জন, ইথিওপিয়ায় ৭ লাখ ৩৭ হাযার ১০০ জন, জর্ডানে ৬ লাখ ৬৪ হাযার ১০০ জন, লিবিয়ায় ৫ লাখ ৫২ হাযার ৪০০, চাদে ৪ লাখ ২০ হাযার, সুদানে ৩ লাখ ৫৬ হাযার ৪৭ জন, জার্মানিতে ৩ লাখ ১৬ হাযার ১১৫ জন, ফ্রান্সে ২ লাখ এবং অস্ট্রিয়ায় ১ লাখ ৫৩ হাযার ১১৯ জন অভিবাসী রয়েছে।

[আল্লাহর এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষই স্বাধীন। তারা প্রত্যেকে আল্লাহর যমীনের অধিবাসী। তারা কেউ অভিবাসী নয়। অথচ গণতন্ত্রের মুখোশধারী বস্ত্তবাদী নেতাদের পাশবিক হামলায় সর্বত্র মানবতা বিধ্বস্ত হচ্ছে প্রতিনিয়ত। আল্লাহ তুমি যালেমদের পাকড়াও কর (স.স.)]






আরও
আরও
.