বিশিষ্ট হাদীছ গবেষক ড. মুহাম্মাদ ‘উজাজ আল-খতীব (৯০) গত ১০ই অক্টোবর’২১ রবিবার সন্ধ্যায় মিসরের রাজধানী বৈরূতে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন

ড. উজাজ আল-খতীব ১৯৩২ সালে সিরিয়ার দামেশক নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি দামেশকের বিভিন্ন মাদ্রাসায় শিক্ষালাভের পর ১৯৫৯ সালে দামেশক বিশ্ববিদ্যালয়ের শরী‘আহ অনুষদ থেকে স্নাতক সম্পন্ন করেন। ১৯৬২ সালে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। মাস্টার্সে তাঁর থিসিসের শিরোনাম ছিল ‘আস-সুন্নাহ কাবলাত তাদবীন’। ১৯৬৬ সালে তিনি রামাহুরমুযীর আল-মুহাদ্দিছুল ফাছেল বায়নার রাবী ওয়াল ওয়াঈ গ্রন্থের তাহক্বীক্ব সহ ‘নাশআতু উলূমিল হাদীছ ওয়া মুছত্বলাহিহী’ বিষয়ে অভিসন্দর্ভ রচনা করে কায়রো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রী অর্জন করেন। ১৯৬৬-১৯৮০ সাল পর্যন্ত তিনি দামেশক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। এর মধ্যে তিনি প্রেষণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। ১৯৬৬-১৯৭৩ সাল পর্যন্ত ইমাম মুহাম্মাদ বিন সঊদ বিশ্ববিদ্যালয়, রিয়াদে শিক্ষকতা করেন। ১৯৭৬ সালে তিনি ‘উসতায’ বা প্রফেসর পদে উন্নীত হন। ১৯৭৯ সালে উম্মুল ক্বোরা বিশ্ববিদ্যালয় মক্কায় এবং ১৯৮০-১৯৯৭ সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। অতঃপর শারজাহ বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হন এবং ২০০২ সাল পর্যন্ত সেখানে শরী‘আহ ও ইসলামিক স্টাডিজ অনুষদের ডীন এবং হাদীছ ও উলূমুল হাদীছ-এর অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করেন। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, (১) আস-সুন্নাহ কাবলাত তাদবীন। এটি তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ। (২) উছূলুল হাদীছ ওয়া মুছত্বলাহুহু (৩) আবূ হুরায়রা রাবিয়াতুল ইসলাম (৪) আল-মুহাদ্দিছুল ফাছেল বায়নার রাবী ওয়াল ওয়াঈ (তাহক্বীক্ব) (৫) আল-ওয়াজীয ফী উলূমিল হাদীছ (৬) আল-জামে‘ লি-আখলাকির রাবী ওয়া আদাবিস সামে‘ : দিরাসাহ ওয়া তাহক্বীক্ব (৭) লামাহাত ফিল মাকতাবা ওয়াল বাহছ (৮) আত-তারবিয়াতুল ইসলামিয়াহ : আহদাফুহা, উসুসুহা, অসাইলুহা, তুরুকু তাদরীসিহা প্রভৃতি।

[আমরা মাইয়েতের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। -সম্পাদক]।






আরও
আরও
.