সঊদী আরবের গ্রান্ড মুফতী হিসাবে নিয়োগ পেয়েছেন শায়খ ছালেহ বিন ফাওযান বিন আবদুল্লাহ আলে ফাওযান। দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মাদ বিন সালমান তাঁকে এ পদে নিয়োগ দিয়েছেন। সঊদী বাদশাহর দেওয়া আনুষ্ঠানিক এক আদেশে বলা হয়, গ্রান্ড মুফতীর পাশাপাশি শায়খ ছালেহ-আল ফাওযান দেশটির সিনিয়র স্কলারস কাউন্সিল বা হাইআতু কিবারিল উলামা’-এর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন। স্কলারি রিসার্চ অ্যান্ড ইফতার স্থায়ী কমিটির প্রধান হিসাবেও নেতৃত্ব দেবেন তিনি। উল্লেখ্য যে, সঊদী আরবের গ্রান্ড মুফতী মন্ত্রী পদমর্যাদার। গত ২৩শে সেপ্টেম্বর গ্রান্ড মুফতী শায়খ আব্দুল আযীয আলে শায়খ এর মৃত্যুর পর শায়খ ছালেহ বিন ফাওযানকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

শায়খ ছালেহ আল-ফাওযান ২৮শে সেপ্টেম্বর ১৯৩৫ সালে সঊদী আরবের আল-কাসীম প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬০ সালে রিয়াদের ইমাম মুহাম্মদ বিন সঊদ ইসলামিক ইউনিভার্সিটি থেকে শরী‘আহ ফ্যাকাল্টি থেকে গ্রাজুয়েট সম্পন্ন করেন। এরপর ফিকহ-এর উপর মাস্টার্স ও ডক্টরেট করেন। পরে রিয়াদের কলেজ অব শরী‘আহ থেকে স্নাতকোত্তর ও ডক্টরাল ডিগ্রি নেন। পড়াশোনা শেষে শায়েখ ছালেহ আল-ফাওযানকে সঊদী আরবের হায়ার ইনস্টিটিউট অব জুডিশিয়ারির পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়। ১৯৯২ সালে তিনি দেশটির কেন্দ্রীয় ফতওয়া বোর্ডের স্থায়ী কমিটির সদস্য হন। ছালেহ আল-ফাওযান বহু গুরুত্বপূর্ণ বইয়ের লেখক। এছাড়া তিনি রেডিও অনুষ্ঠান পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। এর মধ্যে ছিল জনপ্রিয় অনুষ্ঠান ‘নূরুন ‘আলাদ দারব’।







আরও
আরও
.