লেবাননের দৃষ্টি প্রতিবন্ধী তরুণী সাজিদা বেলাল আব্দুর রহমান। কিন্তু কুরআন হিফয করার ক্ষেত্রে দৃষ্টিহীনতা তার জন্য বাধা হয়ে থাকেনি। এই বাধা অতিক্রম করেই কুরআন হিফয করেছেন তিনি। সাজিদা বলেন, ‘নিশ্চয় আল্লাহ আমাকে হিফয সম্পন্ন করার তাওফীক দিয়েছেন। ব্রেইল বর্ণমালার পবিত্র কুরআনের সহায়তায় আমি হাফেযা হয়েছি। আমি সারা দিন কুরআন পড়তাম। মুখস্থ হ’লে পরিবারের লোকজনকে শোনাতাম।

অনুষ্ঠানে সাজিদার পিতা-মাতারও সাক্ষাৎকার নেয়া হয়। মেয়ে হাফেযা হওয়ায় নিজেদের গর্বের কথা জানান তারা। এসময় তার পিতা বিশ্বের সকল পিতা-মাতাকে অনুরোধ করেন, তারা যেন তাদের সন্তানদের মোবাইল, টিভি ও ইন্টারনেটে অযথা সময় ব্যয় করা থেকে বিরত রেখে কুরআন শিক্ষা দেন এবং মুখস্থ করান।






আরও
আরও
.