সিরীয় দুই যমজ শিশুর মাথা জন্ম থেকে একে-অপরের সাথে লাগানো, তাদের মাথা বিস্ময়কর অপারেশনের মাধ্যমে আলাদা করা হয়েছে। মাথা একসাথে লাগানো থাকলেও তাদের দু’জনের পৃথক পৃথক মস্তিষ্ক রয়েছে। ফলে এই দীর্ঘ ও জটিল অপারেশন সফল হয়েছে। তুক্বা ও ইয়াক্বীন নামের এই দুই শিশুর অপারেশনের জন্য ২২ জন ডাক্তার এবং সেবিকা নিযুক্ত ছিল। টানা ১০ ঘণ্টা অপারেশনের পর এ সফলতা আসে। গত ৬ই মার্চ সঊদী আরবের রাজধানী রিয়াদের কিং আব্দুল আযীয মেডিক্যাল সিটিতে শিশু বিশেষজ্ঞদের দ্বারা এ অপারেশন করা হয়। এটি মূলত এই শিশু দু’টির উপর চতুর্থবার এবং শেষবার অপারেশন ছিল। ২০১৪ সালের এপ্রিল থেকে এদের উপর প্রস্ত্ততিমূলক সার্জারী শুরু হয়। প্রথমে শিশু দু’টির মস্তিষ্কের ধমনীগুলো পৃথক করা হয় এবং দুই মস্তিষ্কের মাঝখানে এক টুকরা সিলিকন স্থাপন করা হয়। তিন মাস পর দু’টি মস্তিষ্কে রক্ত সরবরাহকারী আরো কয়েকটি ধমনীসহ বেশকিছু রক্তনালী পৃথক করা হয়। অতঃপর অবশিষ্ট শিরা ও ধমনীগুলো মাথা আলাদা করার সময় পৃথক করা হয়। সঊদী আরবে ১৯৯০ সাল থেকে এই পর্যন্ত ১৮টি দেশের ৩৭ জন মানুষের এরূপ জটিল সার্জারী করানো হয়েছে। এসকল অপারেশনের খরচ সঊদী সরকার নিজেই বহন করে।


[সকল প্রশংসা আল্লাহর জন্য এবং অসংখ্য ধন্যবাদ সঊদী ডাক্তারগণ ও সরকারের জন্য মানবসেবার এই অতুল্য দৃষ্টান্ত স্থাপনের জন্য। অন্যেরাও এর অনুসরণ করলে মানবতা উপকৃত হবে (স.স.)]




বিষয়সমূহ: সংগঠন
আরও
আরও
.