কাশ্মীরীরা স্বাধীনতাকে বেছে নিতে পারেন। আগে দেয়া প্রতিশ্রুতি ব্যক্ত করে গত ২৩শে জুলাই শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আযাদ কাশ্মীরের তারার খাল এলাকায় এক নির্বাচনী ভাষণে এ কথা বলেন। তিনি বলেন, জাতিসংঘের মাধ্যমে কাশ্মীরীরা যদি স্বাধীনতা চায়, তাহ’লে তাদেরকে তা দেবে ইসলামাবাদ।

তিনি বলেন, এক শতাব্দীরও বেশী সময় ধরে মুক্তি আন্দোলন করে আসছেন কাশ্মীরীরা। এতে যারা অনাকাঙ্ক্ষিতভাবে জীবন উৎসর্গ করেছেন তা বৃথা যাবে না। ইমরান খান বলেন, গণভোটে জানতে চাওয়া হবে, তারা পাকিস্তানের সাথেই বসবাস করতে চায়, নাকি স্বাধীন জাতি হিসাবে থাকতে চায়। তিনি বলেন, সেদিন বেশী দূরে নয়, যেদিন আপনারা আপনাদের মুক্ত ভবিষ্যতের সিদ্ধান্ত নিবেন। এ সময় উল্লসিত জনতা তাকে বিপুলভাবে অভিবাদন জানান।

ইমরান খান







আরও
আরও
.