লকডাউনের নিরবচ্ছিন্ন অবসরকে কাজে লাগিয়ে পূর্ণ কুরআন মুখস্থ করেছেন মিসরীয় গৃহিনী নাসমা ফুলি। এ ব্যাপারে তিনি বলেন, আমি দেড় বছর আগে পবিত্র কুরআনের হাফেযা হওয়ার সংকল্প করি। সংকল্প অনুযায়ী ঘরের কাজের পাশাপাশি সপ্তাহে পাঁচদিন ৫ পৃষ্ঠা মুখস্থ করতে শুরু করি। এভাবে ১৯ পারা মুখস্থ করতে সক্ষম হই। এরই মধ্যে হঠাৎ পাওয়া করোনার অবসর আমার স্বপ্নপূরণের দুয়ার উন্মুক্ত করে দেয়। মুখস্থের সাথে সাথে পেছনের পারাগুলোও নিয়মিত তেলাওয়াত করতাম।

নাসমা জানান, তিনি তার মেয়েকে কুরআনের মুখস্থ করা পাঠগুলো শোনাতেন। করোনা আসার পর মেয়েই তাকে বাকী পারাগুলো মুখস্থ করার জন্য জোর তাকীদ দেয়। করোনার অবসর শুরুর মাত্র ৪০ দিনের মধ্যে কুরআন মুখস্থ সম্পন্ন করতে পেরে নিজেকে খুব ভাগ্যবতী মনে করছি।






আরও
আরও
.