ডাঃ আব্দুল খালেক

পাটকেলঘাটা, সাতক্ষীরা।

পশুর গলে চালিয়ে অসি

ঝরায় যে খুন ভুবন পরে,

তাঁর নিমিত্তে এই ইবাদত

দেন যিনি জীবন সবার তরে।

অহি-র আলোয় জীবন গড়ে

দেয় যদি কেউ কুরবানী,

দুনিয়ার মাঝে তার চেয়ে গো

কে হবে বল সম্মানী?

প্রতিহিংসার মুখোশটারে

চরণ দিয়ে ছিন্ন কর,

ভালবাসার মালা দিয়ে

বিলাও জীবন আপন পর।

গোশত ভোজের নয়তো উৎসব

আসলে এটা স্মরণ তাঁর,

কেউ কি কভু দুনিয়া জুড়ে

এই নীতিতে হয় বিভোর?

নীতিহীন ঐ নেতার হাতে

যিম্মী হ’ল জনগণ,

তার হাতে ঐ কুরবানীটা

হয় যে বড় বেমানান।

এটা কুরবানী নয় অর্থ দিয়ে

ক্রয় পশুর আস্ফালন,

আত্মত্যাগের শ্রেষ্ঠ বিধান

এর মাঝে হয় সঞ্চারণ।

কুরবানীতো অহি-র বিধান

সব বিধানের গোর কাফন,

আয়রে সবে ঝান্ডা উড়াই

শিরক-বিদ‘আতের হোক মরণ\






আরও
আরও
.