এসো বন্ধু এক হয়ে সব সুস্থ সমাজ করি গঠন

যে সমাজে থাকবে শুধু সম্প্রীতির বন্ধন।

যে সমাজে থাকবে না ভাইয়ে ভাইয়ে বিবাদ

আলিঙ্গনে মাতবে সবাই ঘুঁচবে মনের বিষাদ।

যে সমাজে থাকবে না আর বউ-শাশুড়ির রেষ

সম্পর্ক হবে মা-মেয়ের মত পরিবার হবে বেশ।

যে সমাজে থাকবে না কোন ধর্মীয় বক্রতা

সবাই সবার বন্ধু হবে চিত্তে থাকবে একতা।

রাজনীতির যাতাকলে মরবে না আর কেহ

সবাই সবার অধিকার পাবে পাবে আদর-স্নেহ।

বন্ধু হয়ে বন্ধুর তরে করবে না কোন ক্ষতি

প্রয়োজনে বন্ধুর জন্যে রাখবে জীবন বাজি।

ঘৃণার প্রাচীর চূর্ণ করে ভালোবেসে সবে

গড়বে একটা প্রেমের ভুবন অশান্ত এই ভবে।

সাদা-কালো জাত-বেজাতের বেড়া উপড়ে ফেলে

দাঙ্গামুক্ত শান্ত মর্ত্য দেবে আগামীকে তুলে।

করবে বিরাজ এই ধরাতে শান্তি ও স্থিতি

নবরূপে আসবে ফিরে সমাজে সম্প্রীতি।

মুহাম্মাদ ইমরান হোসাইন

মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।







আরও
আরও
.