বল দেখি, তোমরা জান কি এপ্রিল ফুলের কথা?

জগৎ জুড়ে মুসলমানের বইছে প্রাণে ব্যথা।

এপ্রিল ফুলের মানে হ’ল- এপ্রিলের বোকা

ভয়ঙ্কর এক ইতিহাস দিচ্ছে মনে টোকা।

স্পেনে অষ্টম শতাব্দীতে সমাজ ছিল সুঠাম

মুসলিম শাসন কায়েম হ’ল, বিশ্ব জুড়ে সুনাম।

চরম মুসলিম বিদ্বেষী এক পর্তুগীজ রাণী

মুসলমানদের বিনাশ করতে করল বিয়ে জানি।

নানান দিকে দেখল চেয়ে উন্নয়নের ধারা

মেনে নিতে পারল না আর সইল না তারা।

যুক্তি করে কেমনে হবে মুসলিম শক্তি নিধন

তখন থেকেই শুরু হ’ল নানান যুলুম-শোষণ।

হাযার হাযার নারী-পুরুষ দিনে দিনে মারল

গ্রামের পর গ্রাম জ্বালিয়ে লাশের সংখ্যা বাড়াল।

উল্লাস করতে রাজধানীতে এসেই থামেনিত

সম্মুখযুদ্ধে মুসলমানরা হয়নি পরাজিত।

খাদ্যগুদাম পুড়িয়ে দেয় জাগে মনে ফূর্তি

অচিরে দুর্ভিক্ষ নামে হয় না উদরপূর্তি।

ভিন্ন পথে পা বাড়িয়ে অাঁটল আরও ফন্দি

মুসলমানের শান্তি নষ্ট করল প্রতিদ্বন্দ্বী।

মুক্তি দেয়া হবে সবার বিনা রক্তপাতে

নিরস্ত্রভাবে মসজিদে আস, বলল ঘোষণাতে।

অবলা নারী মাছূম শিশু ওদের মুখে চেয়ে

সকল মুসলিম আশ্রয় নিল সেই ঘোষণা পেয়ে।

সব মসজিদে তালা দিয়ে আগুন দিল হায়েনা

মুসলমানের ভাল ওরা কোন কালেও চায় না।

লক্ষ লক্ষ নারী-পুরুষ ও শিশুর আর্তনাদে

জীবন্ত হয়েছে দগ্ধ প্রাণ হারায়নি সাধে?

অগ্নিখেলা চলল এমন মসজিদেরই ভেতর

আকাশ-বাতাস শোকে ভারী যায়নি মুছে খবর!

আর্তচিৎকার প্রতিধ্বনি স্মৃতির পাতায় ভরে

সাল চৌদ্দশ’ বিরানববই ভুলি কেমন করে?

সেই থেকে তো আজ অবধি শুনে মোরা তা‘আজ্জব!

খ্রীষ্টান জাতি করছে পালন ‘এপ্রিল ফুল’ উৎসব।







আরও
আরও
.