আজ আমাদের বুকের রক্ত চোষে কারা?

 দুনিয়ার কোণায় কোণায় মুসলিম যায় মারা।

মসজিদের গায়ে কারা আগুন লাগায় ফের?

বন্ধু তুমি আজও কেন চেন না তাদের?

হাসি হাসি মুখে ওরা বুকে রাখে ছুরি,

মানবতার নামে ওরা চালায় ছল-চাতুরী।

কাফের যখন বন্ধুরূপে বাড়িয়ে দিবে হাত,

জেনে রেখ, ঘটবে তখন মোদের রক্তপাত।

-আবূ রায়হান, বিরল, দিনাজপুর।








আরও
আরও
.