মহান আল্লাহর জন্য সকল প্রশংসা
যিনি স্রষ্টা, করেছেন সৃষ্টি সকল সুষমা।
সকলের তাক্বদীর যিনি করেন নির্ধারণ,
শস্য-শ্যামল উদ্ভিদ করেন উৎপাদন।
পরিশেষে পরিণত করেন তা আবর্জনায়,
সকল ক্ষমতা তাঁর ভাস্বর স্বমহিমায়।
আসমান-যমীনে যা আছে সব আল্লাহর,
আল্লাহ সর্বশক্তিমান সব প্রশংসা তাঁর।
যদি প্রকাশ করি যা আছে মোদের অন্তরে,
কিংবা গোপন করি হিসাব হবে হাশরে।
প্রভু, যারে ইচ্ছা কর ক্ষমা কর অপমান,
সকল প্রশংসা তোমার তুমি সর্বশক্তিমান।
এমন বোঝা দিও না চাপিয়ে, যা ওযনে ভারী,
হে প্রভু! পাকড়াও কর না যদি ভুল করি।
এমন দায় দিও না, যা বহন করা কঠিন,
সব পাপ কর মোচন পাই যেন শুভদিন।
হে প্রভু! হঠাৎ করে দিও না মরণ,
অহরহ ভুল হয় তোমায় করি স্মরণ।
বাড়াইও না দুঃখ-কষ্ট বেদনা বিধুর,
আমার দুশ্চিন্তা দুর্ভাবনা তুমি কর দূর।
তুমি দাও মোদের নেক স্ত্রী নেক সন্তান,
যাতে জুড়ায় শরীর মন বাড়ায় ঈমান।
হে আল্লাহ! যদি ভুলে যাই না করি স্মরণ,
দিও না মোদের তুমি নরকের দহন।
-মুহাম্মাদ গিয়াছুদ্দীন
ইবরাহীমপুর, ঢাকা।