দুখী মানুষের পাশে

কে দাঁড়ায় বল?

যখন সে অসহায়!

আপন মানুষটিও তার

পর হয়ে যায় ছিন্ন করে পরিচয়।

ভাঙা ঘর, গড়িয়ে পড়ে পানি

ভাঙে নিশুতি রাতের ঘুম,

কালবৈশাখী ঝড়ের আঘাতে ভাঙে

ঘরের খুঁটি, বসত ঘরের রুম।

হোগলা পাতা আর পাটকাঠির বেড়াগুলো

ভেঙে হয় চুরমার,

নষ্ট করে দিয়ে এক মুঠো স্বপ্ন

সাজানো সংসার।

আষ্টেপৃষ্ঠে জড়ানো দুঃখ-কষ্টগুলি

ছাড়তে নাহি চায় মোরে,

দুঃখ-কষ্টকে তাই দেইনি হারাতে

নিয়েছি আপন করে।

আল্লাহ তুমি ধৈর্য দিয়ো

সইতে সব কষ্ট-যাতনারে

বিপদে মোরে তরাইয়া নিয়ো

ভাসাইও না সাগরে\







আরও
আরও
.