শুনেছি একদা আরব দেশে

নিষ্পাপ নিধনের কাল ছিল মক্কার উপত্যকা জুড়ে,

পুঁতে দিত তারা জীবন্ত শিশুকে মাটি খুঁড়ে।

সে ছিল শুধুই কন্যা সন্তানের প্রতি অবিচার,

কার পাপে তাঁরা বলি হয়েছিল সেটা জানা নেই সবার।

তারপর গুনে গুনে চলে অতিক্রান্ত বহুকাল

সভ্যতার এ যুগেও শিশু হত্যা হচ্ছে আজকাল।

অসহায় শিশু গুম হয়, খুন হয়, থামে না মৃত্যুর মিছিল,

নাম বদলায়, ঘাট বদলায় দুর্গতি বাড়ে সীমাহীন।

শিশুর চারিদিকে এখন গভীর অন্ধকারের বলয়,

অথচ আমরা যেখান থেকে এসেছি

সেখানে ছিল তারকারাজির আলোক মেলা,

ছিল চিরবসন্তের অক্ষয় রাজ্য।

মহাকালের সিঁড়ি ভেঙ্গে আমরা তো ফিরে যাচ্ছি সেখানেই,

কিন্তু পৃথিবীতে আমাদের দু’হাতের কামাই লুকাবো কোথায়?

শিশু হত্যার মহাপাপগুলি নিশ্চয়ই পৌঁছে গেছে আরশে মুআল্লায়।

কেমন করে বয়ে যাই প্রভু এই গুরুভার, শোক জাগানিয়া প্রাণ,

হে আমাদের রব! আপনি তাঁদের নিরাপত্তা করেন দান।







আরও
আরও
.