বলতো দেখি! এই আকাশে কে ছড়াল তারা

কে হাসালো রাতের বেলায় স্নিগ্ধ জোছনা ভরা

দিনের বেলায় ভাসছে রবি

অাঁকছে দেখ অপার ছবি

তার আলোতে আলোকিত হচ্ছে বসুন্ধরা\

বলতো দেখি! আকাশ মাঝে কে ভাসিয়ে দেয় মেঘ?

কে দিয়ে দেয় এ ধরাতে বায়ুর গতিবেগ?

অঝোর ধারায় বৃষ্টি ঝরে

গাছ-তরু সব সজীব করে

সবুজ-শ্যামল গাছগুলো দেয় ফল-ফলাদি হরেক\

বলতো দেখি! নদীর বুকে কে দিয়েছে কলতান?

কে দিয়েছে পাখির মুখে মন জুড়ানো গান?

রঙ্গিন ডানার প্রজাপতি

উড়ছে দেখ অাঁখি পাতি

মধুর আশায় ছুটছে অলিকরছে যে গুঞ্জন\

বলতো দেখি! কে ছোটাল গোলাপ-টগর বেলীর ঘ্রাণ?

যে ঘ্রাণ লাগলে নাকে যায় জুড়িয়ে সবার প্রাণ!

পাহাড় নদী ঝর্ণা ধারা

শান্তি-ছায়া জাহান ভরা

যার ইশারায় সবি চলে সকল কিছু তারই দান\







আরও
আরও
.