পথহারা পথিক তোমার সামনে যে পরপার

সেখানে পৌঁছলে কে জানবে তোমার খবর? 

পরপারের অনন্ত জীবনে জায়গা দু’টি, জাহান্নাম ও জান্নাত

নিজের ইচ্ছায় যাবে না পাওয়া চলবে না কোন আঁতাত।

জান্নাত হ’ল সুখের জায়গা নি‘আমত অফুরান

জাহান্নাম হ’ল অগ্নিগর্ভ বলেছেন রহমান।

সৎকর্মশীল ব্যক্তি জান্নাত পাবে পাবে মহা সুখ

অসৎ কর্মী জাহান্নামের অনলে জ্বলবে যুগ যুগ।

এখন তুমি যাবে কোথায় খাটাও নিজের মাথা

কর্ম দেখে জায়গা দিবেন আল্লাহ পাকের কথা।

মুহাম্মাদ আনিছুর রহমান

দারিয়া, নবাবগঞ্জ, দিনাজপুর।






আরও
আরও
.