মুছতফা কামাল
বুড়িমারী,পাটগ্রাম, লালমণিরহাট।
কে বলে মহান আল্লাহ নিরাকার
কোথায় আছে তা লেখা?
কুরআন-হাদীছ পড়ে দেখি
মেলে না তার দেখা।
সমাজের লোক বলছে সবে
আল্লাহ নিরাকার (?)
মহান আল্লাহ সম্পর্কে একথা
বড়ই মিথ্যাচার।
এই মহাবিশ্বের মালিক যিনি
সারা জাহান যাঁর ইশারায় চলে
যাঁর দু’হাতে সকল ক্ষমতা
তাঁকে নিরাকার অজ্ঞরাই বলে।
যাঁর হৃদয় ভরা ভালোবাসা
তাঁর ক্ষমতার নেই শেষ
হাশরে ন্যায় বিচার করবেন যিনি
না করে কারো প্রতি হিংসা-বিদ্বেষ।
হাশরের মাঠে শেষ বিচারে
এসে বসবেন স্ব-শরীরে যিনি
জান্নাতীরা আল্লাহকে দেখবেন স্বচক্ষে
তবে কিভাবে নিরাকার হন তিনি?
পূর্ব-পশ্চিমে যাঁর চেহারা
মোরা যেদিকেই তাকাই,
আরশের উপর হ’তে দেখেন সদা
যাঁর কাছে গোপন কিছুই নাই।
বিশ্ব জুড়ে যাঁর ভালোবাসা
শুনেন সবার ডাক
তবু কেন নিরাকার বলি তাঁকে
এ ভুল সবার ঘুচে যাক।