অনেক কিছুই পেরিয়ে গেছে নেই সে সবের অংকপাত,
কবে প্রথম কলম ধরা, লেখালেখির সূত্রপাত।
কবে প্রথম লাগল ভাল, দেখা পেলাম সুখ-প্রীতির,
কবে প্রথম লাগল আঘাত, দু’চোখ বেয়ে ঝরল নীর।
কবে লিখা সেই কবিতা যা ছিল মোর প্রথম বার,
কবে নিজের অংশ হ’ল, কবে হ’লাম অংশীদার।
ছায়ার মত মিলিয়ে গেছে কতেক রাত আর শতেক দিন,
প্রথম কথা, প্রথম ব্যথা ঘটে গেছে সঙ্গীহীন।
কি হ’ল আর কি হ’ল না, থাকবে কোথায় সেই খবর,
সে স্মৃতি যে রাখবে মনে, সেই ছিল না সঙ্গে মোর!
সবকিছু যে বন্দী রাখে সে মোর হাতে বন্দিনী,
এই কলমই সঙ্গী আমার, এই কলমই সঙ্গিনী।
যেদিন থেকে সঙ্গে সে মোর হারায়নি আর দুঃখ-সুখ,
পাতায় পাতায় আঁকা আছে হাযার ধুসর স্মৃতির মুখ।
ছোট্ট জীবন হারিয়ে যাবে হয়ত বা আজ, নয়ত কাল
জাতির জন্য রেখে যাবো আঁধার রাতের আগ-মশাল।
কুরআন-সুন্নাহ হারিয়ে ফেলা পথ ভোলা সব অন্ধদের
সত্য পথের দিশা হয়ে ধরব মশাল জাগব ফের।
কলম হাতে জাগব আমি জাতির হৃদে বারংবার,
যুগে যুগে তিমির রাতে জাগবে কবির যুলফিকার।
কালির মাঝে গুলিয়ে দেব জীবন নামের এই ছফর,
এটাই আমার সংগ্রাম আর এটাই জীবন যুদ্ধ মোর।
-সারওয়ার মিছবাহ
শিক্ষক, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী
নওদাপাড়া, রাজশাহী।