মুহাম্মাদ আল-আমীন
কাশিয়াডাঙ্গা, রাজশাহী।
আতঙ্কিত বিশ্ব করোনাকে নিয়ে
সবাই আজ ভীতু করোনার ভয়ে।
মুমিন কভু ভয় করে না
মহামারী করোনার ছোবলকে।
সর্বদা তারা ভয় করে
করোনা প্রেরণকারী আল্লাহকে।
মুমিনের এ কথা ভাল জানা
তাই আল্লাহর কাছে চায় তারা পানাহ।
পাপের জন্য তারা করে তওবা
করে অধিক নেক আমল,
নেক আমল বিনে মারা গেলে
পরকালে হবে না সফল।
একথাও মুমিনের নয় অজানা
মহামারীতে যদি যায় মারা,
মুনকার-নাকীরের কাছে পড়বে না ধরা
পাবে তারা শহীদের মর্যাদা।
তাইতো সবাইকে করি আহবান
হকের পথে চল, মানো হাদীছ-কুরআন।