ক্লান্ত জীবন প্রান্তে এসে

মোল্লা আব্দুল মাজেদ

রঘুনাথপুর, পাংশা, রাজবাড়ী।

আমার মনের দুয়ার খুলে এ কোন হাওয়া বইছে দুলে

নীল সবুজের জোয়ার তুলে দিচ্ছে দোদুল দোল

দৃষ্টি রেখে এমন দিনে

সৃষ্টি তোমার নিলাম চিনে

এ কোন সুধা মনের বীণে

জাগায় কলরোল।

অশান্ত এ প্রলয় তুফান আমার জীবন ঘিরে

সেখানটাতেই ভাসাই ভেলা বিনয় নম্র শিরে।

ক্লান্ত জীবন প্রান্তে এসে

সেই সে ভেলা ডুবলে শেষে

একটু দিও ভালবেসে

জান্নাতী হিল্লোল।

আমার মনের দুয়ার খুলে এ কোন হাওয়া বইছে দুলে

নীল সবুজের জোয়ার তুলে দিচ্ছে দোদুল দোল।

***

ভুলের লোকমা

আতিয়ার রহমান

মাদরা, কলারোয়া, সাতক্ষীরা।

ছালাতরত ইমাম যদি

আনমনে কভু ভুল করে,

তাঁর পিছনের মুক্তাদীরা

ঠিক করে দেন ভুল ধরে।

‘সুবহানাল্লাহ’ বললে ইমাম

হয় সে নিজে সংশোধন,

তড়িৎ বেগে ফিরিয়ে আনে

ঠিক সে যেথায় তাহার মন।

কেউ কি কভু দেখছে এমন

লোকমা ইমাম মানলো না?

মুক্তাদীদের ভুল শোধরানো

একটু কানে ধরলো না?

ইমাম যেজন সমাজপতি

চালক বৃহৎ সমাজটার,

হাযার ভুলে কান ডুবিয়ে

ধারছে না সে কারোর ধার।

নিত্য দিনে শুনছি কানে

দেখছি বহুত দিন রাতে,

আর যত সব পড়ছি খবর

পত্রিকার ঐ পৃষ্ঠাতে।

মসজিদের ভাই ইমাম ছাহেব

মানলে নাহি লোকমাটা,

অর্ধচন্দ্র তার গলাতে

পান যে ইমাম শাস্তিটা।

কিন্তু জাতির বৃহৎ ইমাম

তাহার সাজা হচ্ছে কই?

হক কথাটা বললে ভালে

উল্টা পিঠে দন্ড সই।

***

প্রার্থনা

হাবিলদার মুহাম্মাদ আনীসুর রহমান

পুলিশ একাডেমী, সরদা, রাজশাহী।

হে প্রভু! দাও শক্তি বেঁচে থাকার মতো,

সুহালে যেন পেরোতে পারি সামনে বাধা যত

শত বাধা সত্ত্বেও যেন নত না হয় শির,

অটল থাকার শক্তি দাও প্রভু হ’তে মহাবীর।

পুষ্পের মত যেন গন্ধ ছড়াই সূর্যের মতো আলো

ধরণীর মাঝে পাই যেন করুণা আশিস যত ভালো।

জীবন গগনে না আসে কভু কালবৈশাখী ঝড়,

কৃপা করে প্রভু দান কর মোদের যাকিছু কল্যাণকর।

তোমার কাছেই সব শক্তি তুমিই জগৎস্বামী

তাই তোমার দরকারে প্রার্থনা করি, তোমার সৃষ্টি আমি।

অমঙ্গল চাই না মঙ্গল চাই পাপ কর মার্জনা,

স্রষ্টা তুমি মঞ্জুর কর সৃষ্টির এ প্রার্থনা।

***

সত্যের সন্ধানে

শারমীন সুলতানা

পুরাতন সাতক্ষীরা, সাতক্ষীরা।

সত্যের সন্ধান করছি সদা

ঘুরছি পথে পথে,

যাব আমি কোন মাযহাবে

চলব কোন তরীকাতে।

এক রাসূলের উম্মত আমি

এক আল্লাহর বান্দী

তবু কেন হাযার মতে

রয়েছি আমি বন্ধি?

ইসলাম হ’ল সত্য ধর্ম

শান্তি সুখের পথ,

তবু কেন হিংসা-বিভেদ

হাযার মতামত?

আববু বলেন হানীফ মানো

আম্মুও বলেন তাই,

ভাইয়া বলে মালেক ভাল

কোন পথেতে যাই?

আমি চলি আমার মত

নই হানাফী হাম্বলী,

কুরআন আমার সংবিধান

আর হাদীছ মতে পথচলি।

ছহীহ হাদীছ মানি আর

রাসূলের তরীকায় চলি

কুরআন পড়ি হাদীছ পড়ি

সদা দ্বীনের কথা বলি।






আরও
আরও
.