দুর্ভোগ, ওযনে কমকারীদের জন্য,
নেওয়ার সময় চায় পূর্ণ হিসাব,
দেওয়ার বেলায় দেয় মাপে অপূর্ণ।
ভুলে যায় তারা পুনরুত্থিত হবে,
রবের সামনে হিসাবে দাঁড়াবে।
দুর্ভোগ সেদিন দুর্ভাগাদের জন্য,
হাশরকে যারা করে মিথ্যা নগন্য।
তাদের নাম রবে সিজ্জীনে লেখা,
পাপীরা তো পাবে না রবের দেখা।
জান্নাতে থাকবে নেককারগণ,
প্রফুল্লতায় ভরে থাকবে দু’নয়ন।
পান করানো হবে সেই পেয়ালা,
তাসনীম শরবতে হবে সিক্ত গলা।
সতর্ক হও তাই প্রতি পদে পদে,
মাপে-ওযনে ন্যায় কর সম্পদে।
আল্লাহর ভয় রাখো হৃদয়ের কোণে,
বিচার দিবস রেখ সদা স্মরণে।
-মাহফূয আরীফ
বড়গাছী, পবা, রাজশাহী