ফেনী, কুমিল্লা, বিভিন্ন যেলায় বন্যা দেখা দিল,

ধনী, কাঙাল সকলের মুখের হাসি কেড়ে নিল।

মাঠ-ঘাট আর বাড়ি-ঘর, পানির নিচে ঠাঁই

লাখো আদম দুর্বিপাকে যাওয়ার জায়গা নাই।

খাওয়ার মত কিছুই নেই, দুর্বিসহ ক্ষণ

শিশুর জন্য কেঁদে মরে মা-জননীর মন।

নতুন ধানে ভরবে গোলা ছিল মুখে হাসি

ধানের মাঠ ডুবিয়ে দিল বন্যা সর্বনাশী।

-হাবীবুর রহমান মাহফূয

৯ম শ্রেণী, নওদাপাড়া মাদ্রাসা, রাজশাহী।







আরও
আরও
.