(১) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ যশোর যেলার উপদেষ্টা ও সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ হাবীবুর রহমান (৭৪) গত ২৪শে জুলাই শনিবার দুপুর পৌনে ১-টায় নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন)। মৃত্যুকালে তিনি ৬ পুত্র, ৪ কন্যা ও নাতি-নাতনী সহ বহু গুণগ্রাহী রেখে যান। তার লাশ এ্যাম্বুলেন্সে সাতক্ষীরার বাঁকালস্থ দারুল হাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ কমপ্লেক্স ময়দানে আনা হয় এবং ঐদিন বিকাল ৬-টায় তার প্রথম জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযা ছালাতে ইমামতি করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান। পরদিন তার নিজগ্রাম খুলনা যেলার ডুমুরিয়া থানাধীন বরুনায় দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন খুলনা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম। জানাযায় ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন সহ যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র দায়িত্বশীল এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

(২) ‘আহলেহাদীছ আন্দোলন’ মালয়েশিয়ার সভাপতি মুহাম্মাদ যাকারিয়া মিঞা (৫৪) গত ৩রা আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৯-টায় মালয়েশিয়ার কুয়ালালামপুরের চুংগাইব্লুহ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও বহু গুণগ্রাহী রেখে যান।

উল্লে­খ্য, মুহাম্মাদ যাকারিয়া মিঞা বাংলাদেশের রাজধানী ঢাকার সবুজবাগ থানার মানিকদিয়া ইউনিয়নের বাইকদিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ‘আহলেহাদীছ আন্দোলন’ মালয়েশিয়ার ২০১৯-২০২১ সেশনের সভাপতি ছিলেন। গত ১০ই আগস্ট ২০২০ তারিখে কমিটি গঠিত হওয়ার পর ‘আহলেহাদীছ আন্দোলন’ মালয়েশিয়ার সভাপতি মনোনীত হয়ে তিনি স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করে আসছিলেন।

[আমরা মাইয়েতের রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। -সম্পাদক]।






৩৪তম বার্ষিক তাবলীগী ইজতেমা ২০২৪ সম্পন্ন
বন্যার্তদের সহযোগিতায় নওদাপাড়া মারকায
ইসলামী সম্মেলন (আসুন! সার্বিক জীবনে আল্লাহর দাসত্ব করি!) - -আমীরে জামা‘আত
গ্রন্থপাঠ প্রতিযোগিতা
অন্যান্যা সমাবেশ (মাসিক ইজতেমা, তাবলীগী সভা, প্রশিক্ষণ)
সুপার সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
উপযেলা সম্মেলন (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী মুহাম্মাদ (ছাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর বিরুদ্ধে (মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ)
সার্বিক জীবনে সমাজ সংস্কারে ব্রতী হও! (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৪)
মারকায সংবাদ (জঙ্গীবাদ বিরোধী কুইজ ও কবিতা রচনা প্রতিযোগিতা)
কেন্দ্রীয় নেতৃবৃন্দের আরব আমীরাত ও সঊদী আরব সফর
সার্বিক জীবনে ন্যায়বিচার কায়েম করুন! (যেলা সম্মেলন : জামালপুর) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.