নকলা, শেরপুর ৮ই নভেম্বর বুধবার : অদ্য বাদ এশা যেলার নকলা থানাধীন জালালপুর জোড়াব্রীজ পাড় আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম ও খত্বীব মাওলানা আব্দুল কাদীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

বানেশ্বরদী, নকলা, শেরপুর ৯ই নভেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ এশা যেলার নকলা থানাধীন বানেশ্বরদী কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম ও খত্বীব মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

চকপাঁঠাকাটা, নকলা, শেরপুর ১০ই নভেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার নকলা থানাধীন চকপাঁঠাকাটা আহলেহাদীছ জামে মসজিদে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের খত্বীব মাওলানা রেযাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। উল্লেখ্য, উক্ত সমাবেশে নকলা ছাড়াও নালিতাবাড়ী থানার আহলেহাদীছ ভাইয়েরা উপস্থিত ছিলেন।

একই দিন বাদ মাগরিব যেলার নকলা থানাধীন ইসলামনগর সাইলামপুর আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় মুরববী মুহাম্মাদ জামালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

তিনআনী বাজার, ঝিনাইগাতী, শেরপুর ১১ই নভেম্বর শনিবার : অদ্য বেলা ২-টায় যেলার ঝিনাইগাতী থানাধীন তিনআনী বাজারে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ঝিনাইগাতী ও নালিতাবাড়ী এলাকার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইগাতী শাখা ‘আন্দোলন’-এর আহবায়ক মুহাম্মাদ মুছতফার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

চাঁনপুর, মুক্তাগাছা, ময়মনসিংহ ১লা ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার মুক্তাগাছা উপযেলাধীন চাঁনপুর আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম ও খত্বীব মাওলানা ছাদিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

একই দিন বাদ আছর চাঁনপুর পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম মুহাম্মাদ আব্দুছ ছামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

অতঃপর বাদ মাগরিব যেলার মুক্তাগাছা উপযেলাধীন বটতলা বাজার আহলেহাদীছ জামে মসজিদে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন চাঁনপুর আহলেহাদীছ জামে মসজিদের ইমাম মাওলানা ছাদিকুল ইসলাম।

গয়েশপুর, মুক্তাগাছা, ময়মনসিংহ ২রা ডিসেম্বর শনিবার : অদ্য বাদ যোহর গয়েশপুর পাঞ্জেগানা মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম ক্বারী আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

একই দিন  বাদ মাগরিব গয়েশপুর মধ্যপাড়া জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় মুরববী মুহাম্মাদ মোছতফার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন চাঁনপুর আহলেহাদীছ মসজিদের ইমাম মাওলানা ছাদিকুল ইসলাম।

ছালোড়া, মুক্তাগাছা, ময়মনসিংহ ৩রা ডিসেম্বর রবিবার : অদ্য বাদ ফজর যেলার মুক্তাগাছা উপযেলাধীন ছালোড়া হাফেযিয়া মাদরাসায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মাদরাসার শিক্ষক হাফেয মুতীউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন স্থানীয় মুরববী মুহাম্মাদ আব্দুল কাইউম ও মুহাম্মাদ মুনীরুল প্রমুখ।

চন্ডীমন্ডপ, মুক্তাগাছা, ময়মনসিংহ ৪ঠা ডিসেম্বর সোমবার : অদ্য বাদ ফজর যেলার মুক্তাগাছা উপযেলাধীন চন্ডীমন্ডপ মোল্লাপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সভাপতি মাষ্টার আব্দুছ ছামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন অত্র মসজিদের ইমাম মাওলানা মাহীদুল ইসলাম।

মালিপাড়া, বনপাড়া, নাটোর ৫ই ডিসেম্বর মঙ্গলবার : অদ্য বেলা ১২-টায় যেলার বড়াইগ্রাম উপযেলাধীন মালিপাড়া আহলেহাদীছ জামে মসজিদে দেশব্যাপী আঞ্চলিক প্রশিক্ষণের অংশ হিসাবে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম ২৪শে নভেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলা শহরের পতেঙ্গা থানাধীন হোসেন আহমাড়াস্থ বায়তুর রহমান আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ চট্টগ্রাম যেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর দাঈ ও সোনামণি কেন্দ্রীয় পরিচালক  মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সস্পাদক মুহাম্মাদ শেখ সাদী। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন।






কেন্দ্রীয় প্রশিক্ষণ ২০১৫
পবিত্র কুরআন ও ছহীহ হাদীছই অভ্রান্ত সত্যের একমাত্র মানদন্ড (যেলা সম্মেলন ২০২৩ : নীলফামারী-পশ্চিম) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
ভিডিও কনফারেন্স আহলেহাদীছ আন্দোলন, সিঙ্গাপুর শাখা
ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় মারকাযের ছাত্রদের কৃতিত্ব
আলোচনা সভা
বার্ষিক কর্মী সম্মেলন ২০১৫ (দেশে অহি-র বিধান প্রতিষ্ঠায় দৃঢ় পদে এগিয়ে চলুন) - -কর্মী সম্মেলনে আমীরে জামা‘আত
ইসলামী সম্মেলন
সংগঠন সংবাদ
সংগঠন সংবাদ
মৃত্যু সংবাদ (মুহাম্মাদ আব্দুল হামীদ), (আনীসুর রহমান)
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিলের অবশিষ্ট রিপোর্ট
যুবসমাবেশ
আরও
আরও
.