ত্রিমোহিনী, খিলগাঁও, ঢাকা ২০শে জানুয়ারী শনিবার : অদ্য বাদ মাগরিব ঢাকার খিলগাঁও থানাধীন ত্রিমোহনী পশ্চিম পাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ঢাকা যেলার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বলেন, খুব সংক্ষেপে আল্লাহ বলেছেন, ‘আমার রাসূল যা তোমাদেরকে দেন তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেন, তা বর্জন কর (হাশর ৫৯/৭)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, আমার সব উম্মত জান্নাতে যাবে। কেবল তারা ব্যতীত যারা তাতে অসম্মত। যারা আমার অনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে আমার অবাধ্যতা করবে, সে জান্নাতে যেতে অসম্মত (বুখারী)। কথা খুবই সোজা। কিন্তু আমরা হয়েছি বাকা। তাই হাযারো মতভেদে জর্জরিত আজ মুসলিম সমাজ। কুরআন-হাদীছ থাকার পরেও তারা নিজেদের বুদ্ধি খাটায় ও নিজেদের মনগড়া রায়-কিয়াস দিয়ে ধর্মীয় ও সামাজিক জীবন পরিচালনা করে। এসব থেকে অবশ্যই মুখ ফেরাতে হবে এবং সবাইকে আহলেহাদীছ আন্দোলনে মনোনিবেশ করতে হবে।

অত্র মসজিদ কমিটির সভাপতি মুহাম্মাদ জসীমুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আলহাজ্জ মুহাম্মাদ আহসান, সাধারণ সম্পাদক তাসলীম সরকার, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য ও  ঢাকা যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক কাযী হারূণুর রশীদ, যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মা‘রূফ ও সাংগঠনিক সম্পাদক আলমগীর আযাদ সবুজ প্রমুখ।







আরও
আরও
.