‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বগুড়া যেলার প্রাথমিক সদস্য নিবেদিতপ্রাণ কর্মী সুলতান আহমাদ (৪২) গত ২৭শে জুন বুধবার সকাল সাড়ে ১০-টায় যেলার শাহজাহানপুর থানাধীন বেতগাড়ী নামক স্থানে নিজের অটোতে যাত্রী নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের আঘাতে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। তিনি মৃত্যুকালে স্ত্রী ও ২ মেয়ে রেখে যান। ঐদিন বিকাল সাড়ে ৫-টায় শহরের সদর থানাধীন ইসলামপুর তেলিপুকুর মাঠে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযার ইমামতি করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুর রহীম। পরদিন গাবতলী থানার বাহাদুরপুরে সকাল ১০-টায় তার দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।  অতঃপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, অটো চালক হলেও জনাব সুলতান আহমাদের বেশ দাওয়াতী জাযবা ছিল। তার দাওয়াতে শহরে তার আবাসস্থল তিন মাথা রেল গেইট সংলগ্ন প্রায় ১৫ জন ভাই ছহীহ আক্বীদা গ্রহণ করে আহলেহাদীছ হয়ে যান।

[আমরা তাঁর রূহের মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকাহত আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।- সম্পাদক]






প্রশিক্ষণ (চাংলা, বদলগাছী, নওগাঁ, জামদই, মান্দা, নওগাঁ) তাবলীগী সফর (নওগাঁ, বাগাপুর)
সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ২০২৩
অন্যান্য
মসজিদ উদ্বোধন
আমীরে জামা‘আতের নারায়ণগঞ্জ ও ঢাকা সফর
মৃত্যু সংবাদ
উপযেলা সম্মেলন \ রূপসা (বক্র পথ ছেড়ে ছিরাতে মুস্তাক্বীমে ফিরে আসুন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
মৃত্যু সংবাদ
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
আহলেহাদীছ আন্দোলন জান্নাতের পথ দেখানোর আন্দোলন (যেলা সম্মেলন : সাতক্ষীরা ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিলের অবশিষ্ট রিপোর্ট
মাওলানা আছগার আলী ইমাম মাহদী সালাফী মারকাযী জমঈয়তে আহলেহাদীছ, হিন্দের নতুন আমীর নির্বাচিত
আরও
আরও
.