‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বগুড়া
যেলার প্রাথমিক সদস্য নিবেদিতপ্রাণ কর্মী সুলতান আহমাদ (৪২) গত ২৭শে জুন
বুধবার সকাল সাড়ে ১০-টায় যেলার শাহজাহানপুর থানাধীন বেতগাড়ী নামক স্থানে
নিজের অটোতে যাত্রী নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের আঘাতে
ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন।
তিনি মৃত্যুকালে স্ত্রী ও ২ মেয়ে রেখে যান। ঐদিন বিকাল সাড়ে ৫-টায় শহরের
সদর থানাধীন ইসলামপুর তেলিপুকুর মাঠে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়।
জানাযার ইমামতি করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুর রহীম।
পরদিন গাবতলী থানার বাহাদুরপুরে সকাল ১০-টায় তার দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত
হয়। অতঃপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় যেলা ‘আন্দোলন’ ও
‘যুবসংঘ’-এর দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, অটো চালক হলেও জনাব সুলতান আহমাদের বেশ দাওয়াতী জাযবা ছিল। তার দাওয়াতে শহরে তার আবাসস্থল তিন মাথা রেল গেইট সংলগ্ন প্রায় ১৫ জন ভাই ছহীহ আক্বীদা গ্রহণ করে আহলেহাদীছ হয়ে যান।
[আমরা তাঁর রূহের মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকাহত আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।- সম্পাদক]