৬ই ডিসেম্বর শুক্রবার পাঁচদোনা, নরসিংদী : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ স্কুল এন্ড কলেজ ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন’ নরসিংদী যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত মন্তব্য করেন। তিনি বলেন, শেষনবী মুহাম্মাদ (ছাঃ) মনগড়া কোন কথা বলেননি। যা বলেছেন অহি-র বাণী থেকেই বলেছেন। প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থায় অধিকাংশের মতই চূড়ান্ত এবং আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস, যা কখনোই সঠিক নয়। তাই সার্বিক জীবনে আল্লাহর সার্বভৌমত্ব কায়েম ও অহি-র বিধানের অনুসরণ ব্যতীত মানবতার মুক্তি সম্ভব নয়।

ইতিপূর্বে নরসিংদী পৌঁছে মুহতারাম আমীরে জামা‘আত পাঁচদোনা বাজার মোড় টিনশেড আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা দেন। খুৎবায় তিনি সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ীরা আল্লাহর ডান পার্শ্বে নূরের সিংহাসনে বসবেন বলে হাদীছ উল্লেখ করেন। তিনি সবাইকে জীবনের সকল ক্ষেত্রে হালাল রূযী গ্রহণের প্রতি উৎসাহিত করেন।

অন্যান্যদের মধ্যে ৮জন ৮টি স্থানে খুৎবা দেন। যেমন (১) কেন্দ্রীয় সেক্রেটারী অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম বাগহাটা খন্দকার বাড়ী আহলেহাদীছ জামে মসজিদে, (২) প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন দক্ষিণ শিলমান্দী কেন্দ্রীয় জামে মসজিদে, (৩) শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব বাগহাটা মিরাপাড়া জামে মসজিদে, (৪) কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন চৌয়া বডটেক জামে মসজিদে, (৫) ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম কেন্দুয়া মধ্যপাড়া বাজার জামে মসজিদে, (৬) সহ-সভাপতি মুহাম্মাদ আবুল কালাম (জয়পুরহাট) কান্দাইল বাজার আহলেহাদীছ জামে মসজিদে, (৭) আহলেহাদীছ পেশাজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান বাগহাট আল-আকছা জামে মসজিদে ও (৮) ঢাকা-দক্ষিণ যেলা ‘আন্দোলনে’র উপদেষ্টা মাওলানা তাসলীম সরকার চৌয়া ইসলাম পাড়া আত-তাক্বওয়া জামে মসজিদে।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা কাযী আমীনুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে ভাষণ দেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, কেন্দ্রীয় শূরা সদস্য কাযী হারূণুর রশীদ, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, সহ-সভাপতি মুহাম্মাদ আবুল কালাম, প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রঊফ, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাবেক সেক্রেটারী ও বর্তমান ঢাকা-দক্ষিণ যেলা ‘আন্দোলনে’র উপদেষ্টা মাওলানা তাসলীম সরকার, যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক হেমায়েত হোসাইন, যেলা ‘যুবসংঘে’র সভাপতি জাহাঙ্গীর আলম, আল-‘আওনের সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ। সম্মেলনে বিপুল জনসমাগম হয়। এছাড়াও পৃথক প্যান্ডেলে মহিলাদের বিপুল সমাগম ঘটে।

আল-‘আওন : অত্র সম্মেলনে যেলা আল-‘আওনের পক্ষ থেকে রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পিংয়ে ৫০ জনের ব্লাড গ্রুপিং ও ২২ জন রক্তদাতা সদস্য তালিকাভুক্ত হন।







আরও
আরও
.