আফগানিস্তানে
গত ১৫ই আগস্ট থেকে যেসব মার্কিন নাগরিক কাবুল বিমানবন্দরে গেছেন, তাদের
নিরাপত্তা দিয়েছে তালেবান যোদ্ধারা। এ নিয়ে তালেবানদের উচ্ছ্বসিত প্রশংসা
করেছেন এক মার্কিন সেনা কর্মকর্তা। বার্তা সংস্থা সিএনএন জানায়, পশ্চিমা
দেশগুলো যখন ৩১শে আগস্টের আগে আফগান ছাড়তে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছিল, তখন
আইএস- খোরাসানের হুমকির মধ্যে কাবুল বিমানবন্দর পর্যন্ত কঠোর নিরাপত্তা
দিয়ে তালেবান যোদ্ধারা মার্কিন সাধারণ নাগরিকদের কাবুল বিমানবন্দরে পৌঁছে
দিয়ে গেছে।
এ ঘটনার প্রশংসা করে মার্কিন ওই সেনা কর্মকর্তা বলেন, এটা অত্যন্ত বিরল এবং সুন্দর ঘটনা। গত ২০ বছর ধরে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। কিন্তু তারা বেশ গোছালোভাবেই কাগজপত্র যাচাই-বাছাই করে বিভিন্ন দেশের নাগরিকদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কাবুল বিমানবন্দর পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। এতে তাদের মানবিক মূল্যবোধ খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে।