পাকিস্তানের অতীত পর্যালোচনা করতে গিয়ে ঐতিহাসিক কিছু উপলব্ধির কথা তুলে ধরেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়ায শরীফ। তিনি ১৯৭০-৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি পাকিস্তানের অন্যায় আচরণের সঙ্গে তাঁর প্রতি বর্তমান পাকিস্তান রাষ্ট্রযন্ত্রের অন্যায়ের সাদৃশ্য দেখছেন। গত ৯ই জানুয়ারী মঙ্গলবার ইসলামাবাদে জনাকীর্ণ আদালতে তিনি বলেন, ‘শেখ মুজিবুর রহমান বিদ্রোহী ছিলেন না। পাকিস্তানের আচরণের কারণেই তাঁকে বিদ্রোহী হ’তে হয়েছে।

পাকিস্তানে তিনবার ক্ষমতা থেকে উৎখাত হওয়া নওয়ায তাঁর দেশ থেকে ১৯৭১ সালে বাংলাদেশের বিচ্ছিন্ন হওয়া প্রসঙ্গে বলেন, ‘পাকিস্তান সৃষ্টির প্রচেষ্টায় মুখ্য ভূমিকা ছিল বাঙালীদের। কিন্তু আমরা তাদের সঙ্গে সদাচরণ করিনি এবং তাদের আমাদের কাছ থেকে আলাদা হ’তে বাধ্য করেছি। তিনি বলেন, ‘বিচারপতি হামীদুর রহমান কমিশন বাংলাদেশ সৃষ্টির বিষয়ে অত্যন্ত সত্য ও স্পষ্ট প্রতিবেদন প্রকাশ করেছিল। কিন্তু আমরা তা পড়েও দেখিনি। তিনি আরো বলেন, ‘আমরা কি এ বিষয়ে (ভুল থেকে শিক্ষা নিয়ে) কাজ করেছি? করলে আজকের পাকিস্তান অন্যরকম হ’ত। আর আজ যে ধরনের খেলা চলছে তা হ’ত না।

[ধন্যবাদ নওয়ায শরীফকে। এই উপলব্ধি পাকিস্তান ও বাংলাদেশের নেতাদের মধ্যে ফিরে আসুক এবং পরস্পরের প্রতি অন্যায়াচরণ থেকে সবাই তওবা করুক -এটাই আমাদের কাম্য (স.স.)]






আরও
আরও
.