আব্দুল মালেক

মহিষালবাড়ী, গোদাগাড়ী, রাজশাহী।

জ্ঞানের মত সম্পদ, আর যে কিছু নাই

জ্ঞানরাজ্যের বিশাল সীমা বুঝা ভারী দায়।

অন্যকে দান করলে জ্ঞান, তা আরও বাড়ে,

জ্ঞান সম্পদ তাইতো তাকে অমর করে ছাড়ে।

ধন যতই দান করবে বাহ্যত কমে যাবে,

জ্ঞান তুমি দান করলে তা আরো বৃদ্ধি পাবে।

দাতাগণ দানের হেতু মান-ইয্যত পায়

বিদ্বান তার জ্ঞান দান করলে কমে নাহি যায়।

ধনী লোক জ্ঞান বাড়ালে, মান-ইয্যত পায়

গরীব লোকে জ্ঞান বাড়ালে রূযী যোগাড় হয়।

ধরার বুকে যত সব বীর বাহাদুর রয়েছে

সবচেয়ে বড় বীর যে জ্ঞানের বীর হয়েছে।

জ্ঞান চর্চায় জ্ঞানবীর মরেও তারা অমর

নামটি তার ধরার মাঝে থাকে চির ভাস্বর।






আরও
আরও
.