কুরআন মহান রবের বাণী

কুরআন সৃষ্ট নয়।

কুরআন নাকি মাখলূক

কতিপয় লোকে কয়।

কুরআন মহান রবের ছিফাত

এটাই জানতে হবে,

এই বিশ্বাস মনে রেখে

ঈমান আনতে হবে।

আল্লাহকে এক জানতে হবে

আরশে আছেন তিনি।

মাটির তৈরি নবী মোদের,

এই তো ঈমান আনি।

-আব্দুর রহমান, পুঠিয়া, রাজশাহী।








আরও
আরও
.