নতুন দিনের কর্মী মোরা নতুন পথে পা বাড়াই,

সব পুরাতন পিছে ফেলে একসাথে চল সামনে যাই।

আয় না মোরা সাজাই ধরা নতুন করে শ্যাম-গ্রহে,

আয় না মোরা নতুন করে নামি নতুন বিদ্রোহে।

যত পঁচা রীতি-নীতি সব ছুঁড়ে ফেল নর্দমায়,

নব-নবীনের এই মিছিলে এক সাথে চল সামনে যাই।

অযত্নে আর অবহেলায় পেরিয়ে গেছে অনেক কাল,

আঁধার ঘেরা কুটিরে ফের নতুন করে জ্বাল মশাল,

নতুন করে বোনরে ফসল অনাবাদি এই ধরায়,

বিশ^ গড়ার আন্দোলনে এক সাথে চল সামনে যাই।

আজকে তাদের ধ্বংস হবে ভাগ্যে তাদের নেই কো মাফ,

ন্যায়-সততা খুইয়ে ধরায় আনলো যারা বে-ইনছাফ।

শাবল নিয়ে চল এগিয়ে অত্যাচারীর শিশখানায়,

যুলুমবাজের খুঁড়তে কবর একসাথে চল সামনে যাই।

ধরায় যত মোদের ভূমি আনবো মোরা একদাগে,

 জেল-হাজত আর রণভূমি বদলে দেব ফুলবাগে।

সব মুসলিম এক কাতারে দাড়াঁক আমরা এটাই চাই,

জগৎ গড়ার মাশওয়ারাতে একসাথে চল সামনে যাই।

-সারওয়ার মিছবাহ

শিক্ষক, আল-মারকাযুল ইসলামী

আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী।






আরও
আরও
.