আল্লাহ ছাড়া ইলাহ নেই, যিনি সর্বশক্তিমান
চিরঞ্জীব যিনি, নিত্য বিরাজমান।
তন্দ্রা ও নিদ্রা যায় না তাহার কাছে
মালিক তিনি আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে।
সেই মহিয়ানের পূর্বানুমতি বিনে
সুফারিশ করে তাঁর কাছে, কে আছে দোজাহানে?
সামনে আর পিছনে যা আছে সব যে তাহার জানা
তাঁর ইলমেই ঢেকে আছে বিশ্বের সব কোণা।
যাহা চান তাহাই করেন রুখবে কেবা তায়?
অসীম তার জ্ঞান গরিমা বুঝা ভারি দায়।
আরশ তাহার আকাশ-পাতাল ব্যাপ্ত হয়ে রয়,
এতদুভয়ের হেফাযতে হন না ক্লান্তিময়।
তিনি সুউচ্চ তিনি মহামহীয়ান
(তিনিই মোদের মহান স্রষ্টা রহীম-রহমান)।
-আব্দুল মালেক
গোদাগাড়ী, রাজশাহী।