-আব্দুল্লাহ, ঢাকা।

মিলবে যখন তোমার মত

এই দুনিয়ায় খুঁজে,

বন্ধু করে নিবে তারে

সত্য হবে নিজে।

সকলেতে হাত মিলাইও

সৎসঙ্গ তা বুঝে,

সৎ কুঠিতে সঙ্গ দিও

সুপথ পাবে খুঁজে।

অসৎসঙ্গ বিপথগামী

ফরমান অন্তর্যামী,

অসৎসঙ্গ ত্যাজ্য করে

সুপথ আনিবে কামী।

সুপথে যেজন চলিবে

হারিতে সে নয়,

কুপথ আনিবে ধ্বংস ছিনিয়া

হারিতে শুধু হয়।

তাহারি জীবন সুখময়

সৎ যার জীবন সাথী

সৎ সঙ্গেরী সঙ্গী যেজন

সারাটি দিবারাতি।

সৎ সঙ্গের সঙ্গী যেথায়

হইবো সঙ্গ সাধক,

সৎ সঙ্গেতে বাঁধবো জীবন

সৎ সঙ্গের বাধক।






আরও
আরও
.