-ইউসুফ আল-আযাদ
প্রভাষক, হাবলা-টেংগুরিয়া পাড়া ফাযিল মাদ্রাসা,বাসাইল, টাঙ্গাইল।
সোনালী যেদিন অতীত হয়েছে ফিরাও আবার সেই সেদিন
মিনার হ’তে আযান হাঁকাও জাগো যুগের মুওয়াযযিন।
জাগো জাগো জাগো ওহে জেগে ওঠো আজই
দ্বীন বাঁচাতে জীবন দিতে কে আছো ভাই রাজী?
উন্নত শির শীর্ষে তুলো তোমরা যারা নওজোয়ান
জোর কদমে সামনে বাড়ো আসুক যতই ঝড়-তুফান।
মনযিল আর নয় কো দূরে ঐ যে দেখ দিন উজ্জ্বল
শির উঁচিয়ে সামনে চলো নতুন পথের যাত্রীদল।
সকল বাধা লোটাক পায়ে টুটাও সকল বাধার ক্ষণ
যতই আসুক বিপদ-আপদ শক্ত করো এবার মন।
গাহ গাহ হে মুওয়াযযিন শিকল ছেঁড়ার সেই সে গান
আজকে সবাই আযাদ করো বন্ধ খাঁচার অন্ধ প্রাণ।