বলব কি আর লিখবো কি দেশের পরিস্থিতি?

দুর্নীতিটাই হয়েছে আজ এই সমাজের নীতি।

তিনবেলা ভাত জুটছে না ভাই কত মানুষের মুখে,

এসি রুমেতে খেয়ে পরে নেতারা আছে সুখে।

খুন-খারাপি ডাকাতিতে দেশটা গেল ভরে,

কত মানুষের প্রাণ আজি যাচ্ছে অকাতরে।

দরদমাখা কথা বলে ক্ষমতাতে বসে,

কত টাকা ব্যয় হয়েছে সে হিসাবটাই কষে।

কারচুপি ছলচাতুরী টালবাহানা করে,

শতগুণ যে টাকা উঠাবে পাঁচটি বছর ধরে।

গরীব-দুঃখীর ওষুধ কেনার টাকা থাকে না হাতে,

ইয়াবা, হিরোইন, ফেনসিডিল খেয়ে ধনীদের রাত কাটে।

সেবক সেজে করছে শোষণ যে যায় ক্ষমতায়

দেশের সাধারণ জনতা শুধুই অসহায়।

চাকরিতে ঘুষ যরূরী হয়েছে মেধার মূল্য নেই,

অবৈধ পথে চাকুরি নিয়ে করছে তারা বড়াই।

সততার নেই কোন দাম আজ যুলুমে সমাজ ভরা,

মাযলূমের দু’চোখ জুড়ে শুধুই অশ্রুধারা।

অন্যায়কে রুখতে হবে যদিও যায় প্রাণ,

বাতিলের তরে মাথা নত করে খোয়াব না সম্মান।

যেল-যুলুম ফাসির নেই ভয় কিংবা অপবাদ,

প্রাণ যতক্ষণ আছে এ দেহে করবো প্রতিবাদ।






আরও
আরও
.