জন্ম এমন দেশে
- আবু নাফিয আল-মাহমূদ
মোহনপুর, রাজশাহী।
জন্ম আমার এমন দেশে
জন্মসূত্রে মুসলমান,
ইসলাম হ’ল মোদের ধর্ম
কুরআন-হাদীছ নয় সংবিধান\
মুসলিম ঘরে জন্ম নিয়েও
ইসলাম হ’ল অন্তরাল,
শরী‘আতের পরিপন্থী মোরা
মেনে চলি সব বিধান\
আদালতে বৃটিশ আইন
অফিস পাড়ায় দুর্নীতি,
সূদে-ঘুষে দেশটা ভরা
জনগণের দুর্গতি।
খুনী-সন্ত্রাসী যালেম যারা
আইন তাদের পকেটে,
ধর্মপ্রাণ মুসলিম যারা
বিনা অপরাধে জেল খাটে।
ধর্মের নামে রাজনীতিতে যারা
টুপি পরা মুসলমান,
কুরআন-হাদীছ পরিপন্থী
কিয়াস তাদের মূল বিধান\
***
দৃপ্তশপথ
-আহমাদ রিজভী
দ্বীপচাঁদপুর, আত্রাই, নওগাঁ।
মুছে যাক অন্ধকার
আলো আসবেই এবার।
নতুন দিনের গাইছি গান
শান্তির সংগ্রামে জেগেছে নতুন প্রাণ
গাইছি ভালবাসার গান
রাখব বিবেকের সম্মান।
নতুন সমাজ গড়ব যেখানে থাকবে সুখ আর সম্প্রীতি
এসো সবাই হাতে হাত রেখে এই শপথ আজকে করি।
গড়ব সমাজ, দিয়ে প্রীতি
থাকবে না কোন রেষারেষি, সহিংসতা হানাহানি
থাকবে সেথা শুধুই শান্তি।
***
নামে মুসলমান
-এস.এম. মুনীরুযযামান
মেরীগাছা, নাটোর।
মুসলমানদের ধর্ম
ইবাদতই কর্ম।
যে জন তা বুঝে না
সত্যকে সে খুঁজে না।
সৃষ্টিকর্তা আল্লাহ মহান
তিনি ছাড়া মাবূদ নাই,
নবীর পথে চলতে হবে
জান্নাতে তবে পাবে ঠাঁই।
ঈদের দিনে হয় মুসলমান
পরে জুববা টুপি
শয়তানের পূজা করে সদাই
কথায় তারা ছূফী।
ছালাত-ছিয়াম নাই যে তাদের
সদাই মুখে অশ্লীল গান
শয়তানী কাজ সদা করে
নামে তারা মুসলমান\
***
আজব ইনসান
-মুহাম্মাদ আব্দুস সাত্তার
রাণীগঞ্জ, ত্রিশাল, ময়মনসিংহ।
উচ্চৈঃস্বরে আযান হাকে
মিনার হ’তে মুয়ায্যিন,
মুছল্লীদের ভাঙ্গে না ঘুম
গুণছে প্রহর ইমামগণ।
নিদ্রা হ’তে ছালাত উত্তম
বলছে যখন মুয়াযযিন,
কাঁথামুড়ি দিয়ে ঘুমায়
মাখলূক সেরা এই ইনসান।
এস মসজিদ পানে সবে
কল্যাণ তরে ছুটে এস,
গুনাহ হবে ক্ষমা তোমার
জান্নাত তুমি পাবে আরো।
কিন্তু কে শুনে কার কথা?
করছে সবে যার যা খুশি,
মসজিদ খালি মাযার গরম
পুঁজিবিহীন ব্যবসা ভারি।
ফজর গেল ঘুমের ঘোরে
যোহর গেল কাজের ফাঁকে,
আছর গেল হাট-বাজারে
হিসাব কে তার রাখে?
মাঝে-মধ্যে পড়ে মাগরিব
এশার আবার খবরই নাই,
এ মুছল্লীর তরে ওয়ায়েল
সূরা মাঊনে প্রমাণ পাই।
জুম‘আর ছালাত পড়তে এসে
দাঁড়ায় সদা প্রথম ছফে,
ঈদের ছালাত মজা ভারি
মিলাদ-মাহফিল নাহি ছাড়ে।
ওযূ ছাড়াই পড়ে কভু
ফরযে কিফায়া জানাযা ছালাত,
নির্বাচনের সময় এলে
দিকে দিকে শুধুই সালাম।
ভন্ড নেতায় ভরেছে দেশ,
কালো টাকায় মেযাজ কড়া
প্রতিশ্রুতির বিশাল ঝুড়ি
নির্বাচনের পরেই ফাঁকা।
বিচারের বাণীটা কাঁদে
যোগ্য নেতাই ধুঁকে মরে,
আজব ইনসান হ’তে সাবধান
নইলে যাবে জাহান্নামে।