‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সঊদী আরব শাখার অর্থ-সম্পাদক ইবরাহীম কাওছার (৬১) গত ১২ই সেপ্টেম্বর’১৭ মঙ্গলবার সকাল ৭-টায় ঢাকার ধানমন্ডির পপুলার ডায়াগনিষ্ট সেন্টোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা এবং অন্যান্য আত্মীয়-স্বজন রেখে যান। ঐদিন বাদ আছর মালিটোলা আহলেহাদীছ জামে মসজিদে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযার ছালাতে ইমামতি করেন তার ছোট ছেলে হাফেয আহমাদ সাইফ। অতঃপর তাকে আযীমপুর কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য,  গত ২১শে জুন’১৬ তারিখে তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন। অতঃপর তিনি ঢাকার মালিটোলাস্থ নিজ বাসভবনে অবস্থান করছিলেন। ১১ই সেপ্টেম্বর’১৭ রাতে তার শারীরিক অবস্থা অবনতি ঘটলে রাত ৩-টায় তাকে ধানমন্ডির পপুলার ডায়াগনিষ্ট সেন্টোরে ভর্তি করা হয়।

[তিনি ১৯৭৮ সালে ঢাকায় ‘যুবসংঘ’ গঠনের শুরু থেকে আজীবন সংগঠনের নিবেদিত প্রাণ কর্মী এবং মুহতারাম আমীরে জামা‘আতের অত্যন্ত ঘনিষ্ট ছিলেন। আমরা তাঁর রূহের মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।- সম্পাদক]







আরও
আরও
.