এলাকা সম্মেলন
সোনাবাড়িয়া, সাতক্ষীরা ১৪ই মার্চ রবিবার: অদ্য বাদ আছর সাতক্ষীরা যেলার কলারোয়া উপযেলাধীন সোনাবাড়িয়া বাজার প্রাথমিক বিদ্যালয় ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সোনাবাড়িয়া এলাকার উদ্যোগে ‘এলাকা সম্মেলন’ অনুষ্ঠিত হয়। ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর নযরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য জনাব আব্দুর রহমান ও মাওলানা আলতাফ হোসাইন। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান, খুলনা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, বায়তুল মা‘মূর জামে মসজিদ, বংশাল ঢাকার খতীব হাফেয শামসুর রহমান আযাদী ও মাওলানা রফীকুল ইসলাম (রাজশাহী) প্রমুখ।
প্রশিক্ষণ
ঢাকা ২৬শে মার্চ শনিবার : অদ্য সকাল ১০ ঘটিকা হ’তে দিনব্যাপী ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ঢাকা যেলার উদ্যোগে বংশালস্থ যেলা কার্যালয়ে ‘কর্মপদ্ধতি’ বইয়ের উপরে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব মুহাম্মাদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তাসলীম সরকার, অর্থ সম্পাদক কাযী হারূনুর রশীদ প্রমুখ। যেলার বিভিন্ন শাখা ও এলাকা থেকে কর্মীগণ উক্ত প্রশিক্ষণে যোগদান করেন। প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ হাসান, দফতর সম্পাদক ফযলুল হক ও বংশাল এলাকা ‘আন্দোলন’-এর আহবায়ক জনাব মুহাম্মাদ আযীমুদ্দীন।
রাজশাহী ২৬শে মার্চ শনিবার : অদ্য বাদ আছর আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া, রাজশাহীর পূর্বপার্শ্বস্থ মসজিদের ৩য় তলায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী মহানগরীর উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী প্রশিক্ষণ শেষে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব হেদয়াতী ভাষণে বলেন, সফল কর্মী তারাই যারা দুনিয়াবী চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে থেকে স্রেফ নেকী লাভের উদ্দেশ্যে ইমারতের প্রতি আনুগত্যশীল থাকে এবং আখেরাতে মুক্তির লক্ষ্যে জামা‘আতবদ্ধ জীবন যাপন করে। তিনি সবাইকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেন ও আখেরাতের পাথেয় সঞ্চয়ের জন্য জামা‘আতবদ্ধ থেকে নিরলসভাবে দাওয়াতী কাজ করে যাওয়ার আহবান জানান।
রাজশাহী মহানগর ‘আন্দোলন’-এর ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মাদ নাযিমুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম এবং আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর আবাসিক শিক্ষক মুহাম্মাদ নযরুল ইসলাম। অনুষ্ঠানে মুহাম্মাদ নাযিমুদ্দীনকে সভাপতি ও অধ্যাপক মুবীনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট রাজশাহী সদর সাংগঠনিক যেলা কমিটি ঘোষণা করা হয়। মুহতারাম আমীরে জামা‘আত কমিটির সদস্যদের নিকট থেকে শারঈ আনুগত্যের বায়‘আত গ্রহণ করেন।
উল্লেখ্য যে, রাজশাহী যেলাকে পূর্ব ও পশ্চিমে দু’ভাগ করে ইতিপূর্বে ৪.৯.২০১৫ইং তারিখে ডা. ইদ্রীস আলীকে সভাপতি ও মাস্টার সিরাজুল ইসলামকে সেক্রেটারী করে ১০ সদস্য বিশিষ্ট রাজশাহী-পূর্ব যেলা এবং ১১.৯.২০১৫ তারিখে অধ্যাপক দুর্রুল হুদাকে সভাপতি ও অধ্যাপক তোফাযযল হোসাইনকে সেক্রেটারী করে ১০ সদস্য বিশিষ্ট রাজশাহী-পশ্চিম যেলা কমিটি গঠন করা হয়। অতঃপর রাজশাহী মহানগরীকে রাজশাহী সদর যেলায় রূপান্তরিত করা হয় এবং ২৯.৩.২০১৬ তারিখে জনাব নাযিমু্দ্দীনকে সভাপতি ও অধ্যাপক মুবীনুল ইসলামকে সেক্রেটারী করে ১০ সদস্য বিশিষ্ট সদর যেলা কমিটি ঘোষণা করা হয়। একই দিনে সদর যেলাকে দু’ভাগ করে জনাব গিয়াছুদ্দীনকে সভাপতি ও জনাব আবুবকরকে সেক্রেটারী করে রাজশাহী সদর-পূর্ব এবং জনাব আশরাফুল ইসলামকে সভাপতি ও জনাব নযরুল ইসলামকে সেক্রেটারী করে রাজশাহী সদর-পশ্চিম উপযেলা কমিটি গঠন করা হয়।
রাজশাহী ১৪ই এপ্রিল বৃহস্পতিবার : অদ্য সকাল ৯-টায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর পূর্ব পার্শ্বস্থ ভবনের ৩য় তলায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী-পূর্ব ও পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রাজশাহী-পূর্ব যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ ইদ্রীস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা দুররুল হুদা এবং রাজশাহীর মোহনপুর উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা দুররুল হুদা প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন রাজশাহী-পূর্ব যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি হাজী আইয়ূব আলী।
প্রশিক্ষণ শেষে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব হেদয়াতী ভাষণে বলেন, সমাজের প্রচলিত জাহেলিয়াতের স্রোতকে ফিরিয়ে কুরআন-হাদীছমুখী করার জন্য আমাদের সাধ্যমত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এজন্য সকল কর্মীকে সীসাঢালা প্রাচীরের ন্যায় ইমারতের সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রাজশাহী ১৫ই এপ্রিল শুক্রবার : অদ্য বাদ আছর আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া, রাজশাহীর পূর্বপার্শ্বস্থ মসজিদের ৩য় তলায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী সদর সাংগঠনিক যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রাজশাহী সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি নাযিমুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মী প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম।
প্রশিক্ষণ শেষে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব হেদয়াতী ভাষণে বলেন, ঘরে-বাইরে ষড়যন্ত্র বিষয়ে সকলে সাবধান থাকুন। মাল ও মর্যাদার লোভ রাখালবিহীন ছাগপালের উপর ক্ষুধার্ত নেকড়ের ন্যায় মানুষকে ধ্বংস করে দেয়। অতএব জান্নাত পিয়াসী কর্মীগণ নিঃস্বার্থভাবে ‘আহলেহাদীছ আন্দোলন’ চালিয়ে যান। তিনি ‘আহলেহাদীছ আন্দোলনে’র দাওয়াতকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান এবং এজন্য আল্লাহর সাহায্য কামনা করেন।
তাবলীগী সভা
সাভার, ঢাকা ২৫শে মার্চ শুক্রবার : অদ্য বাদ আছর ঢাকা যেলার সাভার-আশুলিয়া উপযেলার উদ্যোগে স্থানীয় পুকুরপার আহলেহাদীছ জামে মসজিদ, জিরানীতে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা মাওলানা শামসুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তাসলীম সরকার, বংশাল এলাকা ‘আন্দোলন’-এর আহবায়ক জনাব মুহাম্মাদ আযীমুদ্দীন, ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুল্লাহ আল-মারূফ, যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক শফীকুল ইসলাম, প্রচার সম্পাদক তরীকুল ইসলাম, উপযেলা ‘যুবসংঘে’র সভাপতি ক্বামারুযযামান, বাইদগ্রাম আহলেহাদীছ জামে মসজিদের খতীব মাওলানা রফীকুল ইসলাম, আমীন মডেল টাউন কলেজের প্রভাষক আল-আমীন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন, অত্র মসজিদের মুতাওয়াল্লী জনাব মুহাম্মাদ ফযলুর রহমান, সাভার-আশুলিয়া উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব আশরাফুল ইসলাম ও ঢাকা যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক ডা. আব্দুল জাববার। উল্লেখ্য যে, পার্শ্ববর্তী বিভিন্ন মসজিদে দায়িত্বশীলগণ জুম‘আর খুৎবা প্রদান করেন। অতঃপর বাদ আছর অত্র অনুষ্ঠানে যোগদান করেন।
পরাণপুর, ঝিনাইদহ ৩১শে মার্চ বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব যেলার সদর থানাধীন পরাণপুর জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ঝিনাইদহ যেলার উদ্যোগে মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাস্টার ইয়াকূব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী ইজতেমায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘যুবসংঘে’র সাবেক কেন্দ্রীয় সাহিত্য ও পাঠাগার সম্পাদক মুহাম্মাদ হারূণুর রশীদ ও যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক রবীউল ইসলাম প্রমুখ।
চট্টগ্রাম ১লা এপ্রিল শুক্রবার : অদ্য বাদ আছর চট্টগ্রাম যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে নগরীর পতেঙ্গা থানাধীন বায়তুর রহমান আহলেহাদীছ জামে মসজিদ কমপ্লেক্সে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. মুহাম্মাদ শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক মুহাম্মাদ বাশীরুল ইসলাম, যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ রফীকুল ইসলাম ও সহ-সভাপতি মুহাম্মাদ এমদাদুল ইসলাম প্রমুখ।
কক্সবাজার ২রা এপ্রিল শনিবার : অদ্য বাদ মাগরিব কক্সবাজার যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে নগরীর পাহাড়তলী আব্দুল গণী জামে মসজিদে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি এডভোকেট শফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম যেলা ‘আন্দোলন’ -এর সাধারণ সম্পাদক জনাব শেখ সাদী। শহরের বিভিন্ন এলাকা থেকে আন্দোলন-এর কর্মী ও সুধীগণ অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় মেহমান শহরের প্রধান সড়কে জে এন প্লাজার ৩য় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে যেলা দায়িত্বশীলগণের সাথে সংক্ষিপ্ত সভায় মিলিত হন। এসময় তিনি সকলকে স্রেফ আখেরাতে মুক্তির স্বার্থে সমাজ সংস্কারে আরো বেশী সময়, শ্রম ও অর্থ কুরবানী করার আহবান জানান। তিনি ‘আন্দোলন’-এর কর্মপদ্ধতির আলোকে নিয়মিতভাবে সাপ্তাহিক তা‘লীমী বৈঠক, বাদ এশা একটি করে হাদীছ পাঠ, বাদ ফজর তাফসীরুল কুরআন ও নবীদের কাহিনী পাঠ ও মাসিক তাবলীগী ইজতেমা করার জন্য দায়িত্বশীলদের প্রতি জোর তাকীদ প্রদান করেন।
মেহেরপুর ১৩ই এপ্রিল বুধবার : অদ্য বাদ মাগরিব যেলার গাংণী থানাধীন বামুন্দি বাজার আহলেহাদীছ জামে মসজিদে এলাকা ‘আন্দোলন’-এর উদ্যোগে মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সভাপতি জনাব মুহাম্মাদ জালালুদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী ইজতেমায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি ছিলেন বামুন্দি ইউনিয়নের চেয়ারম্যান জনাব মুহাম্মাদ আব্দুল আউয়াল। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন, যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ হাসানুল্লাহ, গাংণী উপযেলার প্রধান উপদেষ্টা মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ তরীকুযযামান।
অতঃপর সেখান থেকে কেন্দ্রীয় মেহমান সাহারবাটী আল-মারকাযুল ইসলামী আস-সালাফী দাখিল মাদরাসা ময়দানে অনুষ্ঠিত ইসলামী সম্মেলনে প্রধান অতিথির ভাষণ পেশ করেন। ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন বায়তুল মামূর জামে মসজিদ, বংশাল ঢাকার খতীব হাফেয শামসুর রহমান আযাদী এবং ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র স্থানীয় নেতৃবৃন্দ।