শীতের হাওয়া
- আব্দুল মুমিন
নামাযগড় কামিল মাদরাসা, নওগাঁ।
শীতের হাওয়া লাগছে গায়ে
গা শিরশির করে,
ঘাসের ডগায় গাছের পাতায়
শিশির কুচি ঝরে।
কচুর পাতায় ব্যাঙের ছাতায়
হিম কুয়াশা ঝরে,
দস্যি ছেলে মাছ ধরতে
যায় না নদীর তীরে।
হিমেল শিশির সারা গায়ে
বন্দী খোকা ঘরে,
তখন আমি সময় কাটাই
কুরআন হাদীছ পড়ে।
***
আলোয় ভরে মুখ
-মুমিন মেহেদী
মধুবাগ, ঢাকা।
বাংলা ভাষায় কথা বলা
বাংলাদেশে থাকা
মায়ের সাথে কান্নাহাসি
আদর সোহাগ ভালোবাসি
মধুর সুরে ম’ বর্ণতে
মা বলে ডাকা।
ভাল লাগে খুব
এই ভাষাতে
মন আশাতে
দেই সবুজে ডুব।
কিশোর আলো সূর্যি মামার
বুক থেকে রোজ ভোরে
ছড়িয়ে পড়ে নদীর নায়ে
সবুজ রঙের দূরের গায়ে
মনটা হাসে খুশির ধারায়
যায় নীলে উড়ে
দূর আকাশের বুক।
মন কেড়ে নেয়
আনন্দ দেয়
আলোয় ভরে মুখ।
***
আপোষহীন কাফেলা
-আমীনা খাতুন
সোনারায়, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
আহলেহাদীছ আন্দোলন
একটি আপোষহীন কাফেলা
তাক্বলীদেরই ধার ধারে না
করে রাসূলের ইত্তেবা।
আহলেহাদীছ আন্দোলন
হক্ব প্রতিষ্ঠায় সদা আপোষহীন
চেষ্টা তাদের কায়েম করা রবের খালেছ দ্বীন।
চলছে তারা আলোর বেগে
অনুসারী হয়ে কুরআন-সুন্নাহর
থামবে না কভু এ গতি
যতদিন রবে শির্ক-বিদ‘আত আর কুসংস্কার।
আহলেহাদীছ আন্দোলন
গতি তাদের সম্মুখ পানে
রুখতে পারবে না কেউ
যতই করুক নির্যাতন।
আহলেহাদীছ আন্দোলন
নেই তাদের দেহে শির্ক-বিদ‘আতের আবরণ।
জমায়েত হও সবাই ঐক্যবদ্ধভাবে
ঐ শান্তির পতাকাতলে
স্রষ্টার বাণী পৌঁছে দিতে
সবার ঘরে ঘরে।
***
সন্ত্রাস ও দুর্নীতি
-নওশাদ আলী
ধুরইল, মোহনপুর, রাজশাহী।
হাতটা কাঁপে থরথর কলম কাঁপে ভয়ে
সন্ত্রাসী আর দুর্নীতিতে দেশটা গেছে ছেঁয়ে।
দিন মজুরের টাকা আর ভিক্ষার চাল
কেড়ে নিচ্ছে রাস্তা ঘাটে দেশের একি হাল।
উন্নয়নের নামে যারা করছে টাকা লুট
তারা বলে দেশটা এখন আগের চেয়ে গুড।
কেউ থাকে না দুঃখীর পাশে ব্যথা বুঝে না কেউ
ছোট্ট এই স্বাধীন দেশে সন্ত্রাসীদের ঢেউ।
সমাজ সেবার নামে যারা করে দুর্নীতি
তারাই দেশের বড় নেতার পায় যে স্বীকৃতি।
সুষ্ঠু-সুন্দর দেশ গড়তে হয় না যেন ভুল
সবাই মিলে সন্ত্রাসীদের করতে হবে নির্মূল।